বিহার – বাংলা পুলিশের যৌথ নির্বাচনের নিরাপত্তা বিষয়ক বৈঠক হল ইসলামপুরে
দীপঙ্কর দে (টী.এন.আই ইসলামপুর) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই ইসলামপুর ২১শে এপ্রিল, ২০১৮: ত্রিস্তরীও পঞ্চায়েত নির্বাচনকে শান্তিপূর্ণ ভাবে সম্পন্য করার তাগিদে বাংলা ও বিহারের উচ্চস্তরীয় পুলিশ প্রশাসনিক বৈঠকের আয়োজন করা হয় ইসলামপুরে। শনিবার দুপুরে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের বিবেকানন্দ সভাগৃহে পশ্চিমবঙ্গ ও বিহার পুলিশের যৌথ উদ্দোগে ইন্টার স্টেট কো – অর্ডিনেশন মিটিং (২০১৮) অনুষ্ঠিত হল। বিহারের কিষানগঞ্জ রেঞ্জের ডিআইজি শ্রী সৌরভ কুমার, এবং উত্তর বঙ্গের আইজি শ্রী অজয় কুমার নন্দা, এসপি পদমর্যাদার পুলিশ আধিকারীকদের প্রতিনিধি দলের মধ্যে দীর্ঘক্ষণ বৈঠক হয়।
এই গুরুত্বপূর্ণ বৈঠকে অবশ্য দার্জিলিং এর বর্তমান এস.পি অনুপস্থিত ছিলেন। তবে, উত্তর দিনাজপুর জেলার সমস্ত থানার আই.সি এবং ও.সি রা বৈঠকে উপস্থিত ছিলেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আসন্ন পঞ্চায়েত নির্বাচন নিয়ে বিহার সীমান্ত লাগুয়া পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার বুথ গুলিতে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই বিষয়ে দুই রাজ্যের পুলিশ কর্তাদের কো-অর্ডিনেশন করতেই এই বৈঠকের আয়োজন করা হয়েছিল। ইতিমধ্যেই উত্তরদিনাজপুর জেলার চোপড়া ব্লকের লক্ষিপুর, লালবাজার, ঘির্নীগাও এলাকায় শাসক দল তৃনমূল কংগ্রেস ও বিরোধীদের মধ্যে একাধিক সংঘর্ষ ঘটেছে। সংঘর্ষকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ব্যাপক বোমা ও গুলির লড়াই হয়। ওই ঘটনার পর পুলিশ প্রশাসন নড়ে চড়ে বসেছে। স্থানীয়দের অভিযোগ, সীমান্তবর্তী গ্রামগুলিতে প্রচুর পরিমানে আগ্নেয়াস্ত্র মজুত রয়েছে। বিহারের মুঙ্গের ও নেপাল থেকে এই আগ্নেয়াস্ত্র গুলি ঢুকছে বলে পুলিশের গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে। এই দিনের বৈঠকে এই সব বিষয়ে আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে।
ছবিঃ দীপঙ্কর দে (টি.এন.আই)