ময়নাগুরিতে আয়োজন করা হচ্ছে টেম্পোরারি ট্যাক্স কালেকশন শিবির
সোমনাথ চক্রবর্তী (টী.এন.আই ময়নাগুড়ি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই ময়নাগুরি ১৪ই ফেব্রুয়ারি ২০১৮: ময়নাগুরি গ্রামপঞ্চায়েত এর তরফ থেকে কর আদায়ের জন্য ময়নাগুরির বিভিন্ন এলাকায় কর আদায় শিবিরের ব্যবস্থা গ্রহন করা হয়। এই কর আদায় আগামি শুক্রবার পর্যন্ত চলবে। ময়নাগুরি গ্রাম পঞ্চায়েতের ট্যাক্স কালেক্টার শ্রী রামচন্দ্র রায় জানান জনসাধারণ এর সুবিধা হচ্ছে এই শিবির হওয়ার ফলে। ময়নাগুরির বিভিন্ন এলাকার এই শিবির হওয়ার ফলে নিজ নিজ এলাকার লোকেরা অতি সহজেই নিজের কর শিবিরে দিয়ে জেতে পারছে।বুধবার ময়নাগুরি সিনেমা হল পাড়াতে এই শিবিরের আয়োজন করা হয়। আগামি বৃহস্পতিবার দুর্গাবাড়ি মোড় ও শুক্রবার স্টেট ব্যংকের সামনে এই কর আদায় শিবিরের আয়োজন করা হবে। এর পরবর্তিতে জারা এই কর দেবেন না তাদের বারিবারি জাবেন এবং বিভিন্ন ভাবে নোটিশ করবেন
ছবিঃ সোমনাথ চক্রবর্তী (টী.এন.আই)