ধুপগুড়িতে যুব তৃনমূল সভাপতি খুনের প্রতিবাদে পার্টির মোমবাতি মিছিল
সুপ্রিয় বসাক (টী.এন.আই ধুপগুড়ি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই ধুপগুড়ি ২২শে এপ্রিল, ২০১৮: টানা ছয় দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ার পর ফুলবাড়ি অঞ্চল তৃনমূল যুব সভাপতি শ্রী বাবলু সরকারের মৃত্যুর ঘটনায় প্রতিবাদ মিছিল করল ধূপগুড়ি গ্রামীন ব্লক তৃনমূল কংগ্রেস। শনিবার ধূপগুড়ি ব্লকের জুড়াপানি এলাকা হয়ে মৃতদেহ ফুলবাড়ি নিয়ে যাবার সময় শেষ শ্রদ্ধা জানান জলপাইগুড়ি জেলা তৃনমূল নেতৃত্ব। মৃতদেহকে শ্রদ্ধা জানান,জেলা তৃণমূল কংগ্রেস এবং ধুপগুড়ি ব্লক তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা।এরপর মোমবাতি হাতে প্রায় এক হাজার তৃণমূল কংগ্রেস সমর্থক মিছিল করে। মিছিলে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলা
তৃনমূল সম্পাদক রাজেশ সিং,ধূপগুড়ি ব্লক যুব সভাপতি বিপ্লব ঘোষ,অঞ্চল সভাপতি যোগেশ সরকার সহ প্রমুখ। উল্লেখ্য, গত ১৪ই এপ্রিল বোনের বাড়ি থেকে ফেরার পথে মাথাভাঙা ব্লকের নবগঞ্জ এলাকায় বাইক থামিয়ে ফুলবাড়ি অঞ্চল যুব তৃনমূল সভাপতি বাবলু সরকারকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের চেষ্টা করে স্বানীয় বিজেপি কর্মীরা বলে অভিযোগ।আশঙ্কাজনক অবস্থায় বাবলু সরকারকে ধূপগুড়ি হাসপাতাল ও পরে শিলিগুড়ির একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করানো হয়।শেষ পর্যন্ত শুক্রবার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। এদিন মৃত্যুর ঘটনায় প্রতিবাদ জানাতেই জেলা তৃনমূল মিছিল করে বলে জানিয়েছে জেলা তৃনমূল সম্পাদক রাজেশ সিং। তিনি বলেন “নৃশংস এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাই”।
ছবিঃ সুপ্রিয় বসাক (টি.এন.আই)