বানারহাটে শান্তি বৈঠক করলেন বিধায়ক মিতালী রায়
অঙ্কিতা সেন (টী.এন.আই বানারহাট) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই বানারহাট ১৮ই ফেব্রুয়ারি ২০১৮: এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখতে শনিবার সন্ধ্যায় বানারহাট থানা চত্ত্বরে এক শান্তি বৈঠকের আয়োজন করা হয়। এই বৈঠকে উপস্থিত ছিলেন বিধায়ক ধূপগুড়ী শ্রীমতী মিতালী রায়, বিধায়ক নাগরাকাটা শ্রী শুক্রা মুন্ডা, বিডিও ধূপগুড়ি শ্রী দীপঙ্কর রায়, অনারারী ওয়াইল্ডলাইফ ওয়ার্ডেন শ্রীমতী সীমা চৌধুরী সহ বানারহাট থানা এলাকার বিভিন্ন গ্রাম পঞ্চায়েত প্রধানেরা। বানারহাট থানার আই.সি শ্রী বিপুল সিনহা জানান, আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে লক্ষ্য রেখে সামাজিক বা রাজনৈতিক কোনো কারণেই যাতে এলাকায় শান্তি শৃঙ্খলা বিঘ্নিত না হয়, সেই উদ্দেশ্যেই বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দাদের সাথে এই বৈঠক।
ছবিঃ অঙ্কিতা সেন (টী.এন.আই)
Facebook Comments