বানারহাটে ধুন্দা সিমলা জুনিয়ার হাই স্কুলের প্রকৃতি পাঠ শিবির
অঙ্কিতা সেন (টী.এন.আই বানারহাট) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই বানারহাট ১৮ই ফেব্রুয়ারি ২০১৮: নাগরাকাটার খেরকাটা জঙ্গল ঘেরা অপূর্ব প্রাকৃতিক ল্যান্ডস্কেপের মাঝে প্রকৃতি পাঠ শিবিরের আয়োজন করল ধুন্দা সিমলা জুনিয়ার হাই স্কুল। বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী নরোত্তম প্রামাণিক জানান, বিদ্যালয়ের গন্ডির বাইরে বেড়িয়ে ছাত্রছাত্রীরা সারাদিন পাখি, প্রজাপতি, গাছ, পাথর, প্রভৃতি চেনার সাথে সাথে ডাল, ভাত, মাংস, চাটনি সহযোগে বনভোজনও করে। চেনা গন্ডির বাইরে বেড়িয়ে পিছিয়ে পড়া এলাকার ছাত্রছাত্রীরা প্রকৃতিকে একটু অন্যভাবে চেনার সুযোগ পেয়ে দারুন উল্লসিত।
ছবিঃ অঙ্কিতা সেন (টী.এন.আই)
Facebook Comments