রেললাইনের ধারে রং করতে গিয়ে রাজধানী এক্সপ্রেসে কাটা পড়ল বছর ১৫র কিশোর

অরুনাংশু মৈত্র (টি.এন.আই ফালাকাটা) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টি.এন.আই, আলিপুরদুয়ার, ২১শে ডিসেম্বর, ২০১৮: রেল লাইনের স্লিপার রঙ করতে গিয়ে রাজধানী এক্সপ্রেসে কাটা পড়ে মৃত্যু হল রাজা সরকার নামে ১৫ বছরের একটি বালকের। বাড়ি আলিপুরদুয়ার পৌরসভার ১৭ ওয়ার্ডে। ঘটনার বিবরণ আজকে সকালে রাজাকে দিয়ে রঙ করানোর কাজ করাচ্ছিল এই কাজের বরাত পাওয়া ঠিকাদার সংস্থা। আচমকাই নিউ আলিপুরদুয়ার স্টেশনে ঢোকার মুখে রাজধানী এক্সপ্রেসের তলায় চাপা পড়ে চার টুকরো হয়ে যায় রাজার দেহ। এই ঘটনায় উত্তেজিত জনতা জমায়েত হয়ে সমস্ত ট্রেন আটকে দেয়। এখনও কামাখ্যা – কাটরা সাপ্তাহিক এক্সপ্রেস নিউ আলিপুরদুয়ার স্টেশনে দাঁড়িয়ে আছে। স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি জেলা তৃণমূল কংগ্রেস এই আন্দোলনে অংশ নেয়। জেলা সভাধিপতি শ্রীমতী শীলা দাস সরকার বলেন যতক্ষণ এই শিশুটি মৃত্যুর ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত ও দোষীদের শাস্তির ব্যবস্থা না নেয় ততক্ষণ আমাদের এই রেল অবরোধ চলবে। রেল পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে।

Facebook Comments
Spread the love

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!