শনিবার বানারহাটে আয়োজিত হল মানব পাচার বিরোধী সচেতনতা শিবির

অঙ্কিতা সেন (টী.এন.আই বানারহাট) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টী.এন.আই বানারহাট ১৮ই ফেব্রুয়ারি ২০১৮: শনিবার বানারহাট প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র চত্বরে ‘ন্যাশনাল লিগ্যাল সার্ভিস অথোরিটি’র পক্ষ থেকে মানবপাচার বিরোধী সচেতনতা শিবির এবং জনসাধারণের সহায়তার জন্য সরকারি বিভিন্ন দফতরের তথ্য ও পরিসেবা প্রদানের আয়োজন করা হয়েছিল। বড় মাপের অনুষ্ঠানের আয়োজন হলেও প্রচারের অভাবে এতে জনসাধারণের উপস্থিতি ও অংশগ্রহণ চোখে পড়ার মতোও কম ছিল। এরই সাথে হাসপাতাল চত্তরেই সারাদিন মাইক বাজিয়ে চলল অনুষ্ঠান। যদিও এই দুই প্রসঙ্গে কেউ মন্তব্য করতে চাননি। ডিসট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটি জলপাইগুড়ির সম্পাদিকা শ্রীমতী নীলাঞ্জনা দে এই অনুষ্ঠান প্রসঙ্গে জানান, চা বলয়ে নারী-শিশু তথা মানব পাচার একটি জ্বলন্ত সমস্যা। এই সমস্যার মোকাবিলার প্রধান পথ হল সামাজিক সচেতনতা বৃদ্ধি। সেই কারণেই এদিন বানারহাটে মানব পাচার বিরোধী এই কর্মশালার আয়োজন করা হয়। এদিন এই কর্মশালার পাশাপাশি চা বলয়ের প্রত্যন্ত এলাকার জনসাধারণের কাছে সরকারি পরিসেবা সহজে পাইয়ে দিতে এবং এই বিষয়ে সঠিক তথ্য দিতে রাজ্য সরকারের বিভিন্ন দফতর ও প্রকল্পের ২৪টি স্টল ও লাগানো হয়। সরকারি ও বেসরকারি রিপোর্টে মানব পাচার সংক্রান্ত তথ্যগত ফারাকের বিষয়ে তিনি বলেন এই অঞ্চলে কর্মরত বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে মানব পাচার সংক্রান্ত যে তথ্য তারা পেয়েছেন তার সাথে পুলিশ প্রশাসনের দেওয়া তথ্যের আসমান-জমিন ফারাক হয়েছে। এই ফারাকের কারণ হিসেবে তিনি বলেন অনেক সময়ই চা বাগান থেকে নারী ও শিশুদের কাজের প্রলোভন দেখিয়ে ভিন রাজ্যে পাচার করে দেওয়ার পরও তাদের পরিবারের পক্ষ থেকে এই বিষয়ে কোনও অভিযোগ দয়ার করা না হওয়াতেই এই তথ্যগত অমিল দেখা যায়। তিনি বলেন আগামী ২৪ তারিখ মধু চা বাগানে এমনই আরেকটি শিবিরের আয়োজন করা হবে। এদিনের অনুষ্ঠানে বিডিও ধূপগুড়ী শ্রী দীপঙ্কর রায়, আই.সি বানারহাট শ্রী বিপুল সিনহা, ব্লক স্বাস্থ্য আধিকারিক ডাঃ সব্যসাচী মণ্ডল, ডিসট্রিক্ট সোশ্যাল ওয়েলফেয়ার অফিসার শ্রী সংগীত রক্ষিত সহ অনেকে উপস্থিত ছিলেন।

ছবিঃ অঙ্কিতা সেন (টী.এন.আই)

Facebook Comments
Spread the love

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!