বানারহাটে পাচারের আগেই উদ্ধার দুই নাবালক, গ্রেফতার চার

সুপ্রিয় বসাক (টী.এন.আই) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টী.এন.আই বানারহাট ৫ই ফেব্রুয়ারি ২০১৮: পাচার হবার আগেই উদ্ধার দুই নাবালক। ঘটনায় গ্রেফতার চার। ঘটনাটি ঘটেছে ডুয়ার্সের ধুপগুড়ি ব্লকের মোগলকাটা চা বাগান এলাকায় সোমবার সকালে। জানা গিয়েছে, গত কয়েকদিন আগে ধুপগুড়ি ব্লকের গয়েরকাটা নাথুয়া রোড এলাকায় হানা দিয়ে বানারহাট থানার পুলিশ ২ কিশোরীকে উদ্ধার করে পাচার হবার আগেই। ঘটনায় গ্রেফতার করা হয়েছিল চারজনকে। ধৃতদের জেরা চালিয়ে ফের খবর পায় দুই নাবালককে কাজের প্রলোভন দেখিয়ে ভিন রাজ্যে পাচার করা হচ্ছে। খবর পাওয়া মাত্রই বানারহাট থানার পুলিশের বিশেষ দল অভিযানে নামে। খোজ মেলে পাচারকারীরা দুই নাবালককে মোগলকাটা চা বাগানে এক বাড়িতে আটকে  রেখেছে। সোমবার ভোরে ধুপগুড়ি ব্লকের মোগলকাটা চাবাগানে হানা দিয়ে পাচার হওয়ার আগে উদ্ধার হয় দুই কিশোর। গ্রেফতার করা হয় বাড়ির মালিক সরস্বতী গোপ নামে এক মহিলা সহ চার পাচারকারি। ১৫ বছরের দুই কিশোরের বাড়ি কুমারগ্রাম থানা এলাকার সংকোশ চা বাগান। ধৃতরা হলেন উত্তরপ্রদেশের পবন ভাটি, অনুপ মাহালি সংকোশ এলাকার বাসিন্দা, এবং অপর ধৃত মনোজ খরিয়ার বাড়ি বীরপাড়া সিংহানা চা বাগানের বাসিন্দা।

ছবিঃ সুপ্রিয় বসাক (টি.এন.আই)

Facebook Comments
Spread the love

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!