মালবাজারের কাছে ট্রেনের ধাক্কায় মৃত্যু হাতির

সুপ্রিয় বসাক (টী.এন.আই) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টী.এন.আই মালবাজার ৫ই ফেব্রুয়ারি ২০১৮: ট্রেনের ধাক্কায় হাতির মৃত্যু। ঘটনাটি ঘটেছে রবিবার রাতে ডুয়ার্সের নাগরাকাটার চাপরামারি জঙ্গলের মধ্যবর্তী রেল লাইনে। ৬৮/৩ নং রেলওয়ে পিলারের এর কাছে আলিপুরদুয়ার থেকে শিলিগুড়িগামী  মাল ট্রেনে ধাক্কায় মৃত্যু হয় ১ টি  বুনো হাতির। হাতির শরীরের অধিকাংশ ইঞ্জিনের চাকার ভিতরে ঢুকে যায়। ফলে হাতির দেহ কেটে বের করেন। ঘটনার জেরে রবিবার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত এই লাইনে ট্রেন চলাচল বন্ধ ছিল। সারা রাত এই জঙ্গলপথে কোনও ট্রেন চলেনি। মৃত হাতিটি প্রাপ্ত বয়স্ক পুরুষ হাতি। চাপড়ামারি জঙ্গলের মাঝে এই রেল লাইন পারাপারের সময় ঘটনাটি ঘটে। এদিকে গত সপ্তাহেই ডুয়ার্সে বিন্নাগুড়িতে বনদপ্তর, রেল কে নিয়ে ওয়াইল্ড লাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়া এক বৈঠক করে ট্রেনে কাটা পড়ে হাতির মৃত্যু রুখতে। বন্যপ্রানী বিভাগের সান্মানিক ওয়াইল্ড লাইফ ওয়ার্ডেন শ্রীমতী সীমা চৌধুরি হাতির মৃত্যুর ঘটনায় রেলকেই দায়ী করেছেন। জঙ্গলের রেল পথে বন্যপ্রানী বিভাগ থেকে ট্রেনের গতি ২০-২৫ কিমি ঘন্টায় চালানোর জন্য সাইনবোর্ড টাঙিয়ে রাখা হয়েছে।কিন্তু চালক দ্রুতগতিতেই মালগাড়ি চালিয়েছিলেন বলে সীমাদেবীর অভিযোগ। ঘটনায় রেলের বিরুদ্ধে মেটেলি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। উত্তর – পুর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক প্রনবজ্যোতি শর্মা মালিগাও থেকে ফোনে জানিয়েছেন, ডুয়ার্সের জঙ্গলপথে সমিস্ত ট্রেনকে গতি নিয়ন্ত্রন করে চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। বন দপ্তর হাতির পাল রেল লাইনে চলে এসেছে এই ধরনের তথ্য আদান প্রদান করছে না।তবে চালকের কোনও দোষ ছিল কিনা বিভাগীয় তদন্ত করে দেখা হচ্ছে। উল্লেখ্য এই রুটে ২০১৩ সালের নভেম্বর মাসে ট্রেনের ধাক্কায় ৭ টি হাতির মৃত্যু হয়েছিল।

ছবিঃ সুপ্রিয় বসাক (টি.এন.আই)

Facebook Comments
Spread the love

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!