ইসলামপুরে চিকিৎসকদের বৃক্ষরোপণ কর্মসূচী
দীপঙ্কর দে, (টি.এন.আই ইসলামপুর) । টি.এন.আই সম্পাদনা জলপাইগুড়ি
বাংলাডেস্ক, টি.এন.আই, ইসলামপুর, ১১ই অক্টোবর ২০১৮: ইসলামপুরের রামগঞ্জ ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে বৃক্ষরোপণ কর্মসূচী পালন করলো চিকিৎসকরা। ব্লক মেডিক্যাল হেলথ অফিসার ডাঃ সন্দীপ বাগের পরিচালনায় রামগঞ্জ ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের বৃক্ষরোপণ কর্মসূচীতে হোমিওপ্যাথি চিকিৎসক রাজকুমার সাহা সহ সাবিত্রী বর্মণ, পূজা গুপ্তা ও সীমা কুন্ডু সহ অনন্যরাও অংশ নিয়েছেন। রাবার, বকুল, অ্যালোভেরা ও নীম প্রভৃতি গাছের চারা পোতা হয়। রামগঞ্জ ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের বিভিন্ন জায়গায় প্রায় ৫০টি গাছের চারা লাগিয়ে তাতে লোহার নেটের খাঁচা লাগানো হয়েছে, যাতে করে গরু ছাগল চারা নষ্ট না করে দেয়। বৃক্ষরোপণ কর্মসূচীকে ঘিরে চিকিৎসক ও স্বাস্থ্য-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেল।
ছবি: দীপঙ্কর দে (টি.এন.আই)