বিজেপির উপর হামলার প্রতিবাদে তৃণমুলী দুষ্কৃতীদের প্রতি ব্যবস্থা নিতে জলপাইগুড়িতে স্মারকলিপি
সুপ্রিয় বসাক (টী.এন.আই) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই জলপাইগুড়ি ১৩ই জানুয়ারি ২০১৮: শুক্রবার বিজেপির উপর হামলার প্রতিবাদে তৃণমুলী দুষ্কৃতীদের প্রতি ব্যবস্থা নিতে জেলার বিভিন্ন থানা ঘেরাও করে স্মারক লিপি দিল বিজেপি।বিবেক চেতনা র্যালী কে কেন্দ্র করে শুক্রবার কলকাতায় তৃনমুল কংগ্রেস বিজেপির উপর যে ভাবে আক্রমন শানিত করেছে তারই প্রতিবাদে শনিবার বিজেপি জলপাইগুড়ি কোতোয়ালি থানায় বিক্ষোভ প্রদর্শন করে। পাশাপাশি ডুয়ার্সের মালবাজার থানা ঘেরাও করে স্মারকলিপি দেয় মাল টাউন ব্লক বিজেপি। জেলা বিজেপি সভাপতি শ্রী দেবাশীষ চক্রবর্তী বলেন রাজ্যে পুলিশ শাসক দলের হয়ে কাজ করছে। তৃণমূলের দুস্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত প্রশাসনের।এদিন জেলা পার্টি অফিস থেকে মিছিল করে কোতোয়ালি থানায় আসে। কিন্তু বিক্ষোভকারিদের পুলিশ থানার গেটের বাইরে রাস্তায় আটকে দেয়।
ছবিঃ সুপ্রিয় বসাক (টী.এন.আই)