কুড়াল দিয়ে প্রানে মারার চেষ্টার অভিযোগ ধুপগুড়ীর তৃণমূল কর্মীর বিরুদ্ধে
সুপ্রিয় বসাক (টী.এন.আই ধুপগুড়ি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই ধুপগুড়ী ১৩ই জানুয়ারি ২০১৮: এক যুবককে কুড়াল দিয়ে প্রানে মারার চেষ্টার অভিযোগ উঠল এক তৃণমূল কর্মীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ধুপগুড়ি ব্লকের পুর্ব শালবাড়ি এলাকায়।ঘটনায় গুরুতর আহত স্থানীয় যুবক সুজন রায় ধূপগুড়ি হাসপাতালে চিকিৎসাধীন। অভিযোগ হাতে পেয়েই শুক্রবার রাতে অভিযুক্ত বিমল সরকারকে গ্রেফতার করেছে পুলিশ। সূত্রে জানা গিয়েছে, ধৃত বিমল সরকার পুলিশি জিজ্ঞাসাবাদে ঘটনার দায় স্বীকার করে নিয়েছেন এবং পুরানো ঘটনার প্রতিশোধ নিতেই এই আক্রমন বলে জানায়। জানা গিয়েছে দুই দলের মধ্যে ভলিবল খেলে ফেরার পথে সুজনকে কুঠার দিয়ে আঘাত করে বিমল বলে অভিযোগ। উল্লেখ্য শালবাড়ি এলাকায় গত কয়েকমাস আগে অনুষ্ঠিত রাসমেলা চলাকালীন সুজন রায় ও বিমল সরকারের মধ্যে বচসা ও সংঘর্ষ হয়েছিল, সেই সময় সুজনের হাতে মারধরের শিকার হয় বিমল। এই ঘটনায় আত্মসম্মানে লাগে বলে দাবী করে বিমল সরকার। সেই ঘটনার জেরেই সুজনকে মারার চেষ্টা। বিমল সরকার নিজেকে গাদং ২ নং এলাকায় তৃনমূল কংগ্রেস কর্মী বলে দাবী করলেও এলাকার তৃণমূল নেতা তথা গাদং ২ নং গ্রাম পঞ্চায়েতের প্রধান তথা তৃনমূল নেতা শ্রী দীনবন্ধু রায় বলেন, ওই ব্যক্তি সাধারন ভোটার। তৃনমূলের সঙ্গে কোনো সর্ম্পক নেই।
ছবিঃ সুপ্রিয় বসাক (টী.এন.আই)