কোলকাতায় বি.জে.পির বাইক র্যাালিতে আক্রমণের প্রতিবাদ মেখলীগঞ্জ বি.জে.পির
স্বপন রায় বীর (টী.এন.আই মেখলীগঞ্জ) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই মেখলীগঞ্জ ১৩ই জানুয়ারি ২০১৮: বিক্ষোভের ঝড় যখন গোটা বাংলা জুড়ে, ঠিক সেই সময় উত্তাল কোচবিহার জেলা মেখলিগঞ্জ শহর৷ যুবমোর্চা রাজ্য সভাপতি শ্রী দেবজ্যোতি রায় সরকার এবং শ্রীমতী সীমা দে সহ অন্যন্য বি.জে.পি বাইক র্যালিতে হামলার বিরুদ্ধে এবং একই ঘটনা কে কেন্দ্র করে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে দিন ভোর থানা ঘেরাও করে অবস্থান বিক্ষোভ দেখালেন বি.জে.পি কর্মীরা৷ বি.জে.পি যুব মোর্চা
নেতা তথা মেখলিগঞ্জ যুবমোর্চা সভাপতি জানান – গতকালকের পুলিশের লাঠিচার্জ, রাজ্য জুড়ে, এলাকাজুড়ে লাগামহীন সন্ত্রাস, পুলিশকে দলদাসে পরিণত করে গণতন্ত্রকে বিপন্ন করেছে তৃনমুল সরকার। তার প্রতিবাদে আজ মেখলিগঞ্জ থানায় অবস্থান বিক্ষোভ চলছে, মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে আজকের এই বিক্ষোভ৷ অন্যদিকে, পুলিশ আগাম সতর্ক হয়ে, অতিরিক্ত পুলিশ মজুত রেখেছে৷ আজকের এই বিক্ষোভের ছিলেন শ্রী দক্ষিণ মন্ডল সভাপতি শ্রী দধিরাম রায়, যুব সভাপতি শ্রী শ্যামল বর্মন, টাউন মন্ডল বিজেপি সভাপতি শ্রী রাজীব সিংহ সরকার, টাউন যুব মোর্চা সভাপতি শ্রী অমর বর্মন, সাধারণ সম্পাদক শ্রী দুলাল দাস, সহ সভাপতি শ্রী বিশ্বজিৎ সরকার।
ছবিঃ স্বপন রায় বীর (টী.এন.আই)