করোনা আক্রান্ত বাড়তেই ফালাকাটায় ভ্যাক্সিন নেওয়ার হিরিক শুরু
অরুনাংশু মৈত্র (টি.এন.আই ফালাকাটা) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টি.এন.আই, ফালাকাটা, ২১শে মার্চ, ২০২১: বুধবার ফালাকাটা গ্রামীণ হাসপাতালে ভোরবেলা থেকে করোনা ভ্যাক্সিন নেওয়ার জন্য লাইন শুরু হয় মানুষের। লাইনে দাঁড়িয়ে কয়েকজন জানান সকাল ছয়টা থেকে এই লাইনে দাঁড়িয়ে আছেন দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল এখনও পর্যন্ত তারা সেই ভ্যাকসিন নিতে পারেনি। সকাল থেকে লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতেও অধৈর্য হয়ে তারা বিক্ষোভ দেখাতে থাকে। ঘটনাস্থলে আসে ফালাকাটা থানার পুলিশ বাহিনী এর পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ভ্যাক্সিনের কাজ হাসপাতালের ভিতর চলছে ক্রমাগত। স্বাস্থ্যকর্মীরা নিয়ম বিধি মেনেই সকাল থেকে একের পর এক ভ্যাক্সিন দিয়ে যাচ্ছেন জনসাধারণকে।
ছবি ও ভিডিও: অরুনাংশু মৈত্র (টি.এন.আই)
Facebook Comments