গরু চোরদের হাত থেকে রেহাই পেতে পুলিশ ছেড়ে সংগঠন করল গরু পালকেরা
মনোজ সরকার (টী.এন.আই কুচবিহার) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই কুচবিহার ২৪শে জানুয়ারি ২০১৮: গৃহস্থের ঘরের দরজা নয়, দুঃস্কৃতিরা ভাঙছে গোয়াল ঘর। কোচবিহার জেলা জুড়ে গরু চুরির মাত্রা বেড়ে যাওয়ায় উদ্বিগ্ন গৃহস্থরা। বার বার থানায় অভিযোগ করা হলেও কোন প্রতিকার না পেয়ে, “গরু পালক সুরক্ষা কমিটি” নামে একটি সংগঠন তৈরী করে আন্দোলনে শুরু করল গরু পালকেরা। আজ কোচবিহারের জেলা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভ দেখানোর পাশাপাশি জেলা শাসকের হাতে স্মারক লিপিও তুলে দেওয়া হয়। সংগঠনের সম্পাদক শ্রী পূন্য চন্দ্র মন্ডল জানান “দুঃস্কৃতিরা পিকআপ ভ্যান দাড় করিয়ে গোয়াল ঘর ভেঙে গরু তুলে নিয়ে যাচ্ছে, অনেক সময় গৃহস্থরা বাধা দিতে গেলে তাদেরো মারধর করা হয়। কোচবিহার ২ নম্বর ব্লকের খাগড়াবাড়ী, গোপালপুর, মহিষবাথান, রাজারহাট, টাকাগাছ, পুন্ডিবাড়ি, বানেশ্বর, সহ একাধিক স্থানে দুঃস্কৃতিরা হানা দিলেও পুলিশ প্রশাসন দুঃস্কৃতিদের চিহ্নিত করাতো দুর, কোন ঘটানারি কিনারা করতে সমর্থ হয়নি। যারা গরু পালন করেন প্রতি রাতেই তাদের আতঙ্কের মধ্যে থাকতে হচ্ছে। তাই সংঘবদ্ধ ভাবে আন্দোলন করা ছাড়া কোন উপায় নেই বলে তারা মনে করেন।
ছবিঃ মনোজ সরকার (টী.এন.আই)