বানারহাটের নতুন বিডিও কে স্মারকলিপি প্রদান ও শুভেচ্ছা এক সঙ্গে
অঙ্কিতা সেন (টি.এন.আই বানারহাট) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টি.এন.আই, বানারহাট, ৮ই জুলাই, ২০২১: ‘মধ্য ডুয়ার্স উন্নয়ন মঞ্চ’ এর পক্ষ থেকে নবগঠিত বানারহাট ব্লকের বিডিও’কে বুধবার শুভেচ্ছা জানানো হল। এর পাশাপাশি নাথুয়া সংলগ্ন এলাকায় মূর্তী, জলঢাকা ও ডায়না নদীর সংযোগ স্থলে সেতু নির্মানের তাদের দীর্ঘদিনের দাবীর বিষয়েও এদিন বিডিও’কে তারা স্মারকলিপি প্রদান করেন। প্রসঙ্গত উল্লেখ্য প্রস্তাবিত এই সেতু নির্মান হলে ডুয়ার্সের বিভিন্ন এলাকা থেকে শিলিগুড়ির দূরত্ব অনেকটাই কমে যাবে। পাশাপাশি ধূপগুড়ি, ময়নাগুড়ি ও জলপাইগুড়ির যানযট এড়ানো যাবে। এরই সাথে উত্তরপূর্বের রাজ্যগুলিতে যাওয়ার জন্য বিকল্প পথও তৈরি হবে।
মধ্য ডুয়ার্স উন্নয়ন মঞ্চের সম্পাদক বীরেন্দ্র চন্দ্র সোম বলেন মূর্তী – জলঢাকা ও ডায়না নদীর সংযোগস্থলে নাথুয়া ও রামসাই এর মাঝে সেতু নির্মান হলে এই এলাকার আর্থসামাজিক পরিস্থির আমূল বদল ঘটবে, পর্যটন শিল্পের বিকাশ হবে। পাশাপাশি শিলিগুড়ি থেকে বীরপাড়া-ফালাকাটা হয়ে উত্তরপূর্বে যাওয়ার বিকল্প পথ তৈরি হবে। তিনি বলেন এই সেতু নির্মানের দাবী তারা জলপাইগুড়ির পূর্বতন তৃণমূল সাংসদ বিজয়চন্দ্র বর্মন’কে জানিয়েছিলেন। বিজয় বাবু এই তিন নদীর সংযোগ স্থলে সেতু নির্মাণের দাবি সংসদে তুলেছিলেন। এরপর কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রী নীতিন গড়করির নির্দেশে একটি প্রাথমিক সমীক্ষাও হয়েছিল। কিন্তু তার পর সেতু তৈরির বিষয়টি আর এগোয়নি। এদিন তারা নবগঠিত ব্লকের বিডিওকে ব্লকের দায়িত্বভার গ্রহণ করার জন্য শুভেচ্ছা জানানোর পাশাপাশি সেতু নির্মান সহ এলাকার উন্নয়নের বেশ কিছু প্রস্তাব তারা দিয়েছেন। বীরেন্দ্র বাবু বলেন বিডিও তাদের প্রস্তাব গুলি গুরুত্ব সহকারে বিবেচনা করা ও উর্ধতন কর্তৃপক্ষের নজরে বিষয়টি আনার আশ্বাস তাদের দিয়েছেন।
ছবি: অঙ্কিতা সেন (টি.এন.আই)