মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী গঠিত হল নবাগত ফালাকাটা পৌরসভা

অরুনাংশু মৈত্র (টি.এন.আই ফালাকাটা) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টি.এন.আই, ফালাকাটা, ৮ই জুলাই, ২০২১: পশ্চিমবঙ্গ সরকারের পুর ও নগর উন্নয়ন দপ্তর গত মঙ্গলবার এক বিজ্ঞপ্তি জারি করে জানায় মঙ্গলবার থেকে ফালাকাটাকে পুরসভায় উন্নীত করা হলো। এই খবরে খুশি ফালাকাটাবাসী সকলে। উল্লেখ্য নির্বাচনের আগেই মুখ্যমন্ত্রী এই এলাকায় এসে প্রতিশ্রুতি দিয়ে যান যে ফালাকাটা কে পৌরসভায় উন্নিত করা হবে। এই বিষয়ে ফালাকাটার বিডিও শ্রী সুপ্রতিক মজুমদার জানায়, সরকারি ঘোষণা মত মঙ্গল থেকেই ফালাকাটা পুরসভায় উন্নত হল এবং আগামী ছয় মাসের জন্য এই পুরসভার প্রশাসক হিসেবে থাকবেন আলিপুরদুয়ারের মহকুমা শাসক। পুরসভা হওয়ার ফলে যে সকল গ্রাম পঞ্চায়েতের অংশগুলো নিয়ে এই পুরসভা হলো সেই সকল গ্রাম পঞ্চায়েত গুলো বর্তমান অবস্থার থেকে অবলুপ্ত হয়ে গেল। বর্তমান পরিস্থিতিতে একটি কমিটি পুরসভা পরিচালনা করবেন এবং এই কমিটির প্রশাসক হিসেবে থাকবেন মহকুমা শাসক আলিপুরদুয়ার এবং  ৬ মাসের মধ্যে একটি নির্বাচন করে পুরসভার পরিচালনার দায়িত্ব সেই নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতেই তুলে দেওয়া হবে এমনটাই সরকারি নিয়ম বলে জানা গেছে। এই পুরসভার আওতার মধ্যে পড়ছে ফালাকাটা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের সম্পূর্ণ অংশ, ফালাকাটা পারঙ্গেরপার গ্রাম পঞ্চায়েতের সম্পূর্ণ অংশ ও ফালাকাটা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রায় অর্ধেক অংশ, এবং গোয়াবরনগর গ্রাম পঞ্চায়েতের একাংশ। জানা গেছে এই সব এলাকা নিয়েই ফালাকাটা পৌরসভা গঠিত হবে। এই খুশির দিনে তৃণমূলের দলীয় কার্যালয়ে কেক কেটে আনন্দ উল্লাসে মেতে উঠল কর্মীরা। খুশির জোয়ার ফালাকাটা জুড়ে।

ছবি: সংবাদচিত্র

Facebook Comments
Spread the love

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!