প্রধানমন্ত্রী আবাস যোজনা বন্টনে অনিয়মের অভিযোগে বানারহাটে বিক্ষোভ -ঘেরাও ও সড়ক অবরোধ
বাংলাডেস্ক, টি.এন.আই, শিলিগুড়ি, ৮ই জুলাই, ২০২১: বানারহাট ১ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রধান প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনার ঘর প্রাপকদের তালিকা তৈরিতে ব্যাপক দুর্নীতির অভিযোগ এনে মঙ্গলবার প্রায় দিনভর দফায় দফায় বিক্ষোভ এবং ঘেরাও কর্মসূচিতে সামিল হলেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয় বাসিন্দারা সকালে বানারহাট থানায় স্মারকলিপি প্রদানের পাশাপাশি বানারহাট ১ নং গ্রাম পঞ্চায়েত অফিস ঘেরাও করেন। দুপুরে বানারহাট ব্লকের বিডিওর অফিস ঘেরাও করে তাকে অভিযোগ জানান। বিকেলে ভারত-ভুটান সড়ক অবরোধ করার পাশাপাশি ৩১সি জাতীয় সড়কও তারা অবরোধ করেন। বানারহাট ব্লকের বিডিও প্রহ্লাদ বিশ্বাস বলেন বাসিন্দাদের অভিযোগ গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হবে।
স্থানীয় বাসিন্দা পরেশ দেবনাথ, ইব্রাহিম শেখ, শানু অধিকারী, সাবির হুসেন, জয় ভৌমিক, দীপক মাহাতদের অভিযোগ এই তালিকায় এমন অনেকের নাম রয়েছে যাদের পাকা ছাদওয়ালা বাড়ি রয়েছে। এর আগেও একাধিকবার ঘর পেয়েছেন কিম্বা বিত্তশালী বড় ব্যবসায়ীদের নামও এই তালিকায় থাকলেও হতদরিদ্র পরিবারগুলির নাম এতে নেই। এরই পাশাপাশি কয়েকটি পার্টে হাতে গোনা কয়েকজন ঘর প্রপকের নাম থাকলেও বেশ কিছু পার্টে একশো এর কাছাকাছি প্রাপকদের নাম তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। ফলে এই তালিকা বাতিল করে নতুন করে সমীক্ষা করার দাবী জানিয়ে তারা বিক্ষোভে শামিল হয়েছেন।
মঙ্গলবার সকালে বানারহাট ব্লকের গেন্দ্রাপাড়া এবং কারবালা চা বাগানের বাসিন্দারা বানারহাট থানার বাইরে বিক্ষোভ দেখান এবং একটি স্মারকলিপিও প্রদান করেন। বাসিন্দাদের অভিযোগ বিগত কয়েক দিন ধরে তারা আবাস প্রাপকদের তালিকায় দুর্নীতির বিষয় নিয়ে প্রধান এবং অন্যান্য সদস্যদের দৃষ্টি আকর্ষন করলেও তারা এই বিষয় নিয়ে তাদের সাথে কথা বলতে আগ্রহী হন নি। বাধ্য হয়েই তারা পুলিশ প্রশাসনের দ্বারস্থ হয়েছেন। এই বিক্ষোভ চলাকালীন বানারহাট সুভাষ নগর ও হঠাৎ কলনীর বাসিন্দারা একই অভিযোগে বানারহাট ১ নম্বর পঞ্চায়েত অফিস ঘেরাও করেন। তার পর তারা বানারহাট ব্লকের বিডিও’কেও বেশ কিছুক্ষণ ঘেরাও করে রাখেন। চা বাগানের বাসিন্দারাও এই বিক্ষোভে যোগ দেন। পরবর্তীতে তারা চামুর্চি মোড়ে ভারত-ভুটান সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন। ঘটনাস্থলে উপস্থিত হন বানারহাট থানার পুলিশ কর্মীরা। তাদের দাবী মেনে পঞ্চায়েত প্রধান কিম্বা প্রশাসনের কেউ তাদের সাথে আলোচনা করতে না এলে – এর পর তারা বানারহাট এল.আর.পি মোড়ে জাতীয় সড়ক অবরোধ করেন। আগামীকাল বিডিওর নেতৃত্বে পুলিশ প্রশাসন, পঞ্চায়েত প্রধান ও পঞ্চায়েত সদস্য এবং অভিযোগকারীদের নিয়ে একটি বৈঠক করার প্রতিশ্রুতির পর সন্ধ্যা নাগাদ বিক্ষোভকারীরা অবরোধ তুলে নেন।
বানারহাট ব্লকের বিডিও প্রহ্লাদ বিশ্বাস বলেন আগামীকাল পঞ্চায়েত সদস্যদের উপস্থিতিতে অভিযোগকারীদের সাথে আলোচনায় বসা হবে এবং তাদের অভিযোগ গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হবে।
ছবি: সংবাদচিত্র