বানারহাটে বিজ্ঞানী স্টিফেন হকিংএর স্মরণ সভা আয়োজিত হল

অঙ্কিতা সেন (টী.এন.আই বানারহাট) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টী.এন.আই বানারহাট ২৩শে মার্চ ২০১৮: প্রায় পঞ্চাশ দশকেরও বেশি সময় তিনি কাটিয়েছেন শারীরিক প্রতিবন্ধকতা নিয়ে। অনেকের মতে তাত্ত্বিক বিজ্ঞান সাধনার ক্ষেত্রে আইনস্টাইনের পরই তাঁর স্থান। বিগত ১৪ই মার্চ এই বিস্ময় মানব স্টিফেন উইলিয়াম হকিং এই পার্থিব জগত ত্যাগ করেন। আজ বানারহাটের বিজ্ঞান ভিত্তির স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান ডুর্য়াস এক্সপ্লোরেশন এন্ড অ্যাডভান্সমেন্ট রিভেলী (ডিয়ার) তার স্মররসভার আয়োজন করে। এই অনুষ্ঠানের আয়োজনে তাদের সহায়তা করেন বানারহাট এলাকার প্রতিবন্ধী ও উন্নয়নমূলক সংস্থা ‘সেন্ট্রাল ডুয়ার্স হ্যান্ডিকেপড সোসাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন’। বানারহাটের একটি বেসরকারি বিদ্যালয় ‘সরবন মেমোরিয়াল স্কুল’ এ এদিন এই স্মরণসভা আয়োজিত হয়। স্থানীয় সমাজসেবী শ্রী সুরেশ পাল বলেন – “হকিং ছিলেন যুদ্ধবিরোধী শান্তিকামী ব্যক্তিত্ব। হকিং বিংশ শতাব্দীর অন্যতম মানব সন্তান”। অধ্যাপক শ্রী অ‌খি‌লেশ সিং রানা ব‌লেন “হ‌কিং এর জীবন সংগ্রাম ও গ‌বেষণা বিশ্ব সৃ‌স্টির রহস্য উন্মোচ‌নে বিরাট ভু‌মিকা পালন কর‌বে”। বানারহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী সুকল্যাণ ভট্টাচার্য তার ভাষণে বলেন – “স্টিফেন হকিং যুগে যুগে কালে কালে সব ধরনের মানুষের কাছেই অনুপ্রেরণা হয়ে থাকবে”। বড় বড় শহর ও বিশ্ববিদ্যালয়ে হকিং এর স্মরণসভা না হলেও বানারহাটের মতো ছোট্ট গ্রামে এই প্রয়াস নিঃসন্দেহে প্রসংশা যোগ্য। অনুষ্ঠানে অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন বানারহাট উচ্চ বালিকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষিকা শ্রীমতি শুক্লা রায় চৌধুরী, শিবরাজ প্রধান সহ আরো অনেকে।

ছবিঃ অঙ্কিতা সেন (টি.এন.আই)

Facebook Comments
Spread the love

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!