কুচবিহারে ভুয়ো স্বেচ্ছাসেবী সংস্থার আড়ালে চাকরির প্রতারনার অভিযোগ, আটক এক
মনোজ সরকার (টী.এন.আই কুচবিহার) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই কুচবিহার ২৩শে মার্চ ২০১৮: চাকুরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে লক্ষ লক্ষ টাকা প্রতারনার অভিযোগে আজ কুচবিহারের গুঞ্জবাড়ি এলাকা থেকে একটি স্বেচ্ছাসেবী সংস্থার কর্ণধার কে গ্রেপ্তার করলো কোতোয়ালী থানার পুলিশ। অভিযোগ সরকারি স্কুলে কম্পিউটার প্রশিক্ষক হিসেবে নিয়োগ করার প্রলোভন দেখিয়ে লক্ষ লক্ষ টাকা প্রতারনার অভিযোগ ওঠে স্বেচ্ছাসেবী সংস্থাটির বিরুদ্ধে। প্রায় ৪০ জনেরও বেশী চাকুরি প্রার্থীর থেকে ৫০ থেকে ৭০ হাজার টাকা পর্যন্ত নেওয়া হয় বলে অভিযোগ। প্রতারিত চাকুরি প্রার্থীরা কোতোয়ালী থানায় লিখিত অভিযোগ জানালে, স্বেচ্ছাসেবী সংস্থার দপ্তরে হানা দেয় কোতোয়ালী থানার পুলিশ। আটক করা হয় সংস্থার কর্ণধার দিবাকর রায় কে।
ছবিঃ অঙ্কিতা সেন (টি.এন.আই)
Facebook Comments