ত্রিদিবশিয় অসম-বাংলা ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে ফালাকাটায়
অরুনাংশু মৈত্র (টী.এন.আই ফালাকাটা) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই ফালাকাটা ৭ই ফেব্রুয়ারি ২০১৮: ফালাকাটা টাউন ক্লাবের উদ্যোগে আগামী ৯ ফেব্রুয়ারি থেকে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত ১১ তম আমন্ত্রণমূলক ত্রিদিবশিয় অসম-বাংলা ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে ফালাকাটা টাউন ক্লাব ইনডোর স্টেডিয়ামে। এই ব্যাডমিন্টন টুর্নামেন্ট এর উদ্বোধন করবেন ফালাকাটার বিধায়ক অনিল অধিকারী। উপস্তিত থাকবেন ক্রীড়াপ্রেমী বিশিষ্টজনেরা। এই অনুষ্ঠানে সংবর্ধনা জানানো হবে অনুর্ধ ১৪ স্কুল লেবেল রাজ্য চাম্পিয়ান ও গ্রুপ চাম্পিয়ান আয়ুস সরকার, অনুর্ধ ১৪ স্কুল লেবেল রাজ্য গ্রুপ চাম্পিয়ান অরচিস সাহা, অনুর্ধ ১৪ স্কুল লেবেল রাজ্য তৃতীয় স্থানাধিকারি অরিন্দম সাহা ও কৃষ্ণেন্দু কুন্ডুকে।
Facebook Comments