এস.এম.কে.পি ক্রিকেট লীগে মারামারি, পুলিশ মাঠে আসাতে সব শান্ত
প্রনব দাস (টি.এন.আই শিলিগুড়ি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টি.এন.আই, শিলিগুড়ি, ২৮শে জানুয়ারি, ২০১৯: আজ এক অভূতপূর্ব ঘটনা ঘটল শিলিগুড়ি সুপার ডিভিশন ক্রিকেট লিগের বহু প্রতীক্ষিত ক্রিকেট ম্যাচে। লীগের অন্য যে কোন ম্যাচ সাধারণ ভাবে খেলা হলেও শিলিগুড়ির অগ্রগামী সংঘ এবং বাঘাযতিন অ্যাথলেটিক ক্লাবের ক্রিকেট ম্যাচ এক অন্য রসদ পায় শহরের ক্রীড়া প্রেমিরা। আজও ছিল ঠিক তেমনি এক ম্যাচ। সব কিছুই ঠিকঠাক চলছিল কিন্তু ছন্দপতন ঘটে বিরতির সময়। তখন স্কোরবোর্ডে অগ্রগামী সংঘের রান ৯ উইকেটে ১৬৫ রান। সেই সময় বাঘাযতিন অ্যাথলেটিক ক্লাবের খেলোয়াড়রা ব্যাটিং এর প্রস্তুতি নিতে ব্যাস্ত। হঠাৎ কোন না জানা প্ররোচনায় দুই ক্লাবের খেলোয়াড়রা এস.এম.কে.পির সচিব শ্রী মনোজ ভার্মার সামনেই হাতাহাতিতে জড়িয়ে পরে। শুরু হয় ছোটাছুটি। সতীর্থ খেলোয়াড়রা হাতাহাতি থামাতে গেলেও কোন লাভ হয়নি। এস.এম.কে.পির সচিব কোন উপায় না দেখে ঘটনাস্তলে পুলিশ ডাকেন। পাশের মাটিগাড়া থানা থেকে পুলিশ আসতে দেখেই মারমুখী খেলোয়াড়রা শান্ত হয়ে যান। এরপর শান্ত পরিস্থিতিতে আবার খেলা শুরু হয়। দিনের শেষে বাঘাযতিন অ্যাথলেটিক ক্লাব ৭ উইকেটে অগ্রগামী সংঘকে হাড়িয়ে দেয়। ম্যাচের সেরা নির্বাচিত হয় বাঘাযতিন অ্যাথলেটিক ক্লাবের সইফ খান। সে ৮৮ বলে ৬৩ রান করে।
ছবি ও ভিডিও: প্রনব দাস (টি.এন.আই)