লাগাম ছাড়া দুর্নীতিরর দাবি তুলে স্মারকলিপি মেখলিগঞ্জ বিজেপি
স্বপন রায় বীর (টী.এন.আইি মেখলিগঞ্জ) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই চ্যাংরাবান্ধা, ৩০শে নভেম্বর ২০১৭: গোটা রাজ্যের ন্যায় বিভিন্ন দাবির ভিত্তিতে বৃহস্পতিবার মেখলিগঞ্জ ব্লকের বি ডি ও ওফীস চ্যাংড়াবান্ধায় অবস্থান বিক্ষোভ ও মিছিল পরিক্রমা করল মেখলিগঞ্জ বিজেপি। এদিন গোটা মেখলিগঞ্জ ব্লক থেকে হাজার হাজার বি জে পি সমর্থক আসেন, সংঠনের মেখলিগঞ্জ উত্তর এবং দক্ষিণ মন্ডল সভাপতি বিশ্বনাথ শিল এবং দধিরাম রায় জানান ‘আজকের ডেপুটেশনে ব্যাপক সাড়া পড়েছে।আজ ২১ টি দাবির ভিত্তিতে মেখলিগঞ্জ ব্লকের বিডিওকে স্মারকলিপিও প্রদান করা হয়, এদিন বিডিও অফিসের সামনেও কিছুক্ষনের জন্য অবস্থান বিক্ষোভ আন্দোলন তারা করেছেন।দুই যুগ্ম সভাপতি ছাড়াও উপস্তিত ছিলেন জেলা কমিটির সদস্য শ্যামল সাহা, এবং মেখলিগঞ্জ যুব মোরচা সভাপতি শ্যামল চন্দ্র বর্মন প্রমুখ, এই উপলক্ষে এদিন মেখলীগঞ্জের বিডিও অফিস চত্বরে ব্যাপক পুলিশের নিরাপত্তা দেখা যায়।
ছবিঃ স্বপন রায় বীর (টী.এন.আইি)