প্রবল বৃষ্টিতে শিলিগুড়ি শহরের বিভিন্ন জায়গা জলমগ্ন হয়ে পরে

প্রনব দাস (টি.এন.আই শিলিগুড়ি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টি.এন.আই, শিলিগুড়ি, ২৯শে জুন, ২০২১: সারাদিন ধরে বৃষ্টি চলল শিলিগুড়িতে। আবহাওয়া দপ্তেরের পূর্বাভাষ অনুযায়ী এই বৃষ্টি চলবে ক্ষণে ক্ষণে। এমনিতেই শহর জুড়ে চলছে কার্যত লকডাউনের বিধি নিষেধ। মানুষেরা দৈনন্দিন বাজার করতে খুব অল্প সময়েই পাচ্ছে। অন্যদিকে মুদি দোকানিদের দোকান খুলে রাখার ছার সকাল ১১টা থেকে বিকেল ৬টা অবধি থাকলেও তারা বেলা ১২টা অবধি বা তার কম সময়েই খোলা রাখছেন। এবার বৃষ্টি হওয়া তে শহরের বেশ কিছু জায়গায় এবং রাস্তায় জল জমে যায়। এর ফলে ক্রেতা বিক্রেতাদের হয়রানি হয় পুরো মাত্রায়। মাছ বাজারে জুতো ডোবা কাদায় ভরে যায়। এমনিতে নিকাশি কম হওয়াতে শহরের বেশ কিছু জায়গায় ড্রেন থেকে রাস্তায় জল চলে আসে যেমন হায়দারপারা, শক্তিগড়, আশ্রমপাড়া, খালপাড়া, অশোকনগর ইত্যাদি। অনেক বাড়িতে ড্রেনের জল ঢুকে যায়।

ছবি: সংবাদচিত্র

Facebook Comments
Spread the love

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!