ময়নাগুরিতে পথবাতির প্রকল্পের উদ্ধোধন করা হল, জ্বলবে ৬০০০ পথবাতি
সোমনাথ চক্রবর্তী (টী.এন.আই ময়নাগুড়ি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই ময়নাগুরি ৩১শে মার্চ ২০১৮: শনিবার ময়নাগুরিতে শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তিপক্ষের উদ্যোগে গ্রামে গ্রামে পথবাতির প্রকল্পের শুভ উদ্ধোধন হলো। উদ্ধোধন করেন ময়নাগুরি বিধায়ক শ্রী অনন্ত অধিকারি। এছারাও এদিনের এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়নাগুরি বিডিও শ্রীমতী শ্রেয়সী ঘোষ, পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রী সুভাষ বোস, কৃষি কর্মাধক্ষ শ্রী মনোজ রায়, বিশিষ্ট সমাজসেবি শ্রীমতী ঝুলন সান্যাল সহ অনেকেই। শ্রী মনোজ রায় বলেন এস.জে.ডি.এ র এই উদ্যোগে যথেষ্ট খুশি ময়নাগুরিবাসী। ময়নাগুরি সহ রায়গঞ্জ, জলপাইগুড়ি সদর, আলিপুরদুয়ার ১ এবং ২ ব্লক মিলিয়ে ৬০০০ পথ বাতির উদ্বধোন হলো আজ। তিনি আরো বলেন এই পথ বাতির ফলে ময়নাগুরি সহ বিভিন্ন এলাকার প্রতান্ত গ্রাম যেখানে অন্ধকার ছিলো সেখানে আর অন্ধকার থাকবে না। এই জন্য ময়নাগুরিবাসীরা এস.জে.ডি.এ চেয়ারম্যান ডঃ সৌরভ চক্রবর্তী কে ধন্যবাদ জানিয়েছেন। তবে উদ্ধোধন আজ রাজ্য নির্বাচন কমিশনের পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণার কয়েক মিনিট আগেই হওয়াতে নির্বাচন বিধির মধ্যে পড়েনি।
ছবিঃ সোমনাথ চক্রবর্তী (টি.এন.আই)