বেহাল রাস্তায় চরম ভোগান্তিতে ময়নাগুরির মধ্য খাগড়াবাড়ির বাসিন্দারা
সোমনাথ চক্রবর্তী (টী.এন.আই ময়নাগুরি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই, ময়নাগুরি, ৫ই মে, ২০১৮: মধ্য খাগড়াবাড়ির প্রায় ২ কিলোমিটার রাস্তা ভাঙা এবং কাঁদা ও জলে পরিপূর্ণ। এমন অবস্থায় এলাকার বাসিন্দা, স্কুল ছাত্রছাত্রী সহ বিভিন্ন পথ চলা মানুষের এই কারনে চরম ভোগান্তিতে পরতে হচ্ছে রোজ। এলাকার এক বাসিন্দা জয়বুল হোসেন বলেন “এই রাস্তার জন্য বার বার আমরা বিডিও, এবং জেলা পরিষদকে জানিয়েছি, কিন্তু এখন পর্যন্ত এই রাস্তা নির্মান না হওয়ায় এলাকার মানুষের মনে ক্ষোভ জন্মেছে”। অপর দিকে শ্রী শিবু রায় জানান “অল্প বৃষ্টিতেই এই রাস্তার চেহারা নেয় ধানের জমির মত। ফলে অসুবিধায় পরতে হয় বিশেষকরে অসুস্থ কোন ব্যক্তি বা প্রসুতি মায়েদের।
হাসপাতালে নিয়ে যেতে চরম দুর্ভোগে পরতে হয়। উল্লেক্ষ্য ময়নাগুরি বিডিও অফিস সংলগ্ন এই রাস্তাটি দিয়ে পেটকাটি, পানবাড়ি, রামশাই প্রভৃতি এলাকার মানুষজন চলাচল করে। প্রতিদিন গড়ে প্রায় শতাধিক মানুষের যাতায়াত করে এই রাস্তা দিয়ে। ভোট আসে ভোট যায় কিন্তু কেউই এই রাস্তা দেখার নেই বলে অভিযোগ গ্রামবাসীদের। তারা চান অতি সত্বর এই রাস্তাটির নির্মান করা হোক। অপর দিকে এই ব্যপারে জলপাইগুড়ি জানা গেছে ওই রাস্তার টেন্ডার হয়ে গেছে জেলাপরিষদ থেকে। সামনের পঞ্চায়েত নির্বাচন তাই নির্বাচন শেষ হলে খুব তাড়াতাড়ি ওই রাস্তার কাজ শুরু হবে।
ছবিঃ সোমনাথ চক্রবর্তী (টী.এন.আই)