ময়নাগুরিতে পঞ্চায়েত ভোটের প্রচারে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মুখোশ
সোমনাথ চক্রবর্তী (টী.এন.আই ময়নাগুরি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই, ময়নাগুরি, ৫ই মে, ২০১৮: শণিবার ময়নাগুরি ২নং ব্লকের মাধবডাঙ্গা এলাকায় আসন্ন পঞ্চায়েত নির্বাচন ঘিরে ১৬/১২৬ ব্যাধপাড়া বুথের পঞ্চায়েত প্রার্থী শ্রীমতী অনিমা রায়, পঞ্চায়েত সমিতি প্রার্থী শিবম রায় বসুনিয়া এবং জেলাপরিষদ প্রার্থী শ্রী গোবিন্দ রায় তাদের নির্বাচনী প্রচার করলেন। এদিন দলীয় সমর্থকদের মুখে শ্রীমতী মমতা ব্যনার্জীর মুখোশ পড়ে প্রচারে সামিল হন। এলাকার পঞ্চায়েত সমিতি প্রার্থী শিবম রায় বসুনিয়া বলেন “আমরা ১০০% নিশিত জিতবই। বিগত দিনে এই এলাকায় ব্যপক উন্নতি হয়েছে। এবারে জিতে আরো এলাকার উন্নতি করবো”। তিনি আরো বলেন “চারিদিকে শ্রীমতী মমতা ব্যনার্জীর যে উন্নয়ন তারই নিরিখে মানুষ জোরা ফুল চিহ্নেই ভোট দেবে”।
ছবিঃ সোমনাথ চক্রবর্তী (টী.এন.আই)
Facebook Comments