মাধ্যমিকের আগে ময়নাগুরি জাতীয় সড়কের ওপর অবৈধভাবে চলা টোটো ধরপাকড় পুলিশের

সোমনাথ চক্রবর্তী (টী.এন.আই ময়নাগুড়ি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টী.এন.আই ফালাকাটা ১০ই মার্চ ২০১৮: জাতীয় সড়কের উপর দিয়ে চলা যাত্রীবাহী টোটোর বিরুদ্ধে অভিযানে নামলো ময়নাগুরি হাইওয়ে ট্রাফিক পুলিশ। গতকাল অর্থাৎ শুক্রবার ময়নাগুরি ট্রাফিক ওসি মোস্তফা হক এর নেতৃত্বে এই অভিযান চলে। আটক করা হয় বেশ করেকটি টোটো। উল্লেখ্য, এর আগে টোটো ইউনিয়ন ও প্রশাশনিক বৈঠক এই সিদ্ধান্ত হয় যে জাতীয় সড়কের উপর দিয়ে টোটো চালানো যাবে না। অথচ কোন নিয়মের তোয়াক্কা না করেই জাতীয় সড়কের উপর দিয়ে যাত্রী বোঝাই টোটো গুলি দ্রুত গতি ছুটতে থাকে। যার ফলে প্রায়ই দুর্ঘটনার কবলে পড়ছে টোটোগুলি ও টোটোতে থাকা যাত্রী। ময়নাগুরি টাফিক ওসি এর আগেও ময়নাগুরির বিভিন্ন এলাকায় হাইওয়ে দিয়ে চলা টোটো চালকদের সতর্ক করে দেন যাতে তারা হাইওয়ে দিয়ে টোটো না চালান। কিন্তু তার ফল কিছুই হয়নি। আগামী সোমবার অর্থাৎ ১২ই মার্চ থেকে মাধ্যমিক পরিক্ষা শুরু। তাই ছাত্রছাত্রী ও সাধারন মানুষের কথা চিন্তা করে এদিন অভিযান করা হয়। এদিন টোটো গুলি থেকে যাত্রীদের নামিয়ে পুলিশের গাড়ি করে যাত্রীদের বাড়ি দিয়ে আসার ব্যবস্থা করেন মোস্তফা বাবু। মোস্তফা বাবুর এই উদ্দ্যোগ কে ময়নাগুরিবাসীরা অভিনন্দন জানিয়েছেন। হাইওয়ে দিয়ে চলমান টোটোর বিরুদ্ধে এই অভিযান লাগাতার চলবে বলে জানন মোস্তফা বাবু।

ছবিঃ সোমনাথ চক্রবর্তী (টী.এন.আই)

Facebook Comments
Spread the love

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!