মেখলীগঞ্জের ময়দানে নির্বাচনী প্রচারে মুকুল, পাল্টা সভা উদয়নের

স্বপন রায় বীর (টী.এন.আই মেখলীগঞ্জ) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টী.এন.আই, মেখলীগঞ্জ, ৬ই মে, ২০১৮: উত্তরবঙ্গ সফরে ঝড়ের বেগে নির্বাচনী থাবা মুকুলের৷ এদিন মেখলীগঞ্জের নির্বাচনী প্রচারে প্রধান বক্তা হিসাবে আসেন শ্রী মুকুল রায়৷ অন্যদিকে, একই এলাকায় পাল্টা নির্বাচনী প্রচার সভা শাসক দল তৃণমূল কংগ্রেসের৷ শাসক বনাম বিরোধী লড়াই আরও বেশি প্রকাশ্য এলো মেখলিগঞ্জের রাজনৈতিক ময়দানে৷ উল্লেখ্য যে এদিন উত্তরবঙ্গ সফরে বেশ কয়েকটি জায়গায় নির্বাচনী প্রচার চালিয়ে মেখলিগঞ্জের উছলপুকুরি এলাকায় জনসভায় ভাষণ দেন মুকুল বাবু। একই সাথে একই সময়ে পাল্টা নির্বাচনী সভায় ঢিল ছোঁরা দূরত্বে শাসকদল তৃণমূল কংগ্রেসের এক বিরাট কর্মীসভার আয়োজন করা হয়৷ তৃণমূল কংগ্রেস এর উক্ত জনসভায় যোগ দেন মেখলীগঞ্জের যুগ্ম দুই কনভেনর শ্রী উদয় রায় এবং শ্রী লক্ষীকান্ত সরকার সহ উত্তরবঙ্গের তাবড় নেতা শ্রী উদয়ন গুহ মহাশয়৷ দুই দলের নির্বাচনী প্রচার একই এলাকায় একই সাথে হওয়ায় আশঙ্কা ছিল সংঘর্ষের। এর কারনে জেলা পুলিশের পক্ষ থেকে মোতায়েন করা হয়েছিল পুলিশবাহিনী৷ আটসাটো নিরাপত্তা ঢেলে সাজিয়ে রেখেছিল মেখলীগঞ্জ পুলিশ৷ উত্তরবঙ্গের বেশ কয়েকটি জায়গায় প্রচার চালনোর পর গত কাল রাত সাতটা নাগাদ মেখলিগঞ্জের উঁচলপুকুরিতে এক জনসভায় ভাষণ দেন শ্রী মুকুল রায়৷ উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলা সভাপতি, কুচবিহার জেলা বিজেপি নেতা তথা ছিটমহল আন্দোলনের নেতা শ্রী দীপ্তিমান সেনগুপ্ত, জেলার বেশ কয়েকজন নেতা এবং মেখলিগঞ্জ ব্লকের যুগ্ম সভাপতি শ্রী বিশ্বনাথ শীল এবং শ্রী দধিরাম রায়৷ এদিনের প্রচার সভায় মুকুল বাবুর বক্তব্যে শ্রীমতী মমতা ব্যানার্জীর সরকারি কাজ সহ দলীয় কাজে প্রচুর সমলোচনা করেন৷ তিনি বলেন পশ্চিমবঙ্গে বেকারত্ব বৃদ্ধি, চাকরি দেওয়ার নামে মিথ্যা কথা বলা, কেন্দ্রীয় প্রকল্প মুখ্যমন্ত্রী নিজের নামে চালানো, পঞ্চায়েত নির্বাচনে বিরোধীদের ওপর সন্ত্রাস ইত্যাদির দোষ সরাসরি মুখ্যমন্ত্রীর ওপর দেন। অন্যদিকে, শাসক দল তৃণমূল কংগ্রেস এর প্রচার সভায় রাজ্য তৃণমূল কংগ্রেস এর সাধরণ সম্পাদক শ্রী উদয়ন গুহ জানান “মা মাটি সরকার উন্নয়ন পৌঁছে দিচ্ছে সর্বত্র, বিজেপি এলাকায় সন্ত্রাস চালাচ্ছে,মানুষ তার জবাব দেবে”৷ মেখলীগঞ্জের লড়াকু দুই নেতা তথা ব্লক কনভেনর শ্রী উদয় রায় এবং শ্রী লক্ষীকান্ত সরকার দুজনেই জানান “বিজেপি এলাকায় সন্ত্রাস চালাচ্ছে ,ভুল বার্তা মানুষের কাছে পৌঁছে দিচ্ছে, মেখলীগঞ্জের মাটিতে বিজেপি বিদায় নেবে এবারের পঞ্চায়েত ভোটে”৷

ছবিঃ স্বপন রায় বীর (টী.এন.আই)

Facebook Comments
Spread the love

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!