মনোনয়নের জন্যে আসা প্রার্থীদের বিষণ্ণ মনে ফিরে যেতে হল ইসলামপুরে
দীপঙ্কর দে (টী.এন.আই ইসলামপুর) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই ইসলামপুর ১০ই এপ্রিল, ২০১৮: মনোনয়ন পত্র দাখিলের একদিন সময়সীমা বাড়ানোর রাজ্য নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে মঙ্গলবার বিভিন্ন দলের প্রার্থীরা মনোনয়ন পত্র দাখিল করতে এসে রীতিমতো ক্ষুব্ধ। জানা গিয়েছে, ইসলামপুর মহকুমার চোপড়া, ইসলামপুর, গোয়ালপোখর, চাকুলিয়া ও করনদিঘি ব্লক অফিস ও ইসলামপুর এসডিও অফিসে এসে ক্ষোভ প্রকাশ করে ফিরে গেলেন বহু প্রার্থী। গতকাল সোমবার সন্ধ্যায়ই জানা গিয়েছিল মঙ্গলবার মনোনয়ন পত্র দাখিল করা যাবে। সেইমতো সকালেই বিভিন্ন দলের প্রার্থীরা সংশ্লিষ্ট দপ্তরে হাজির হন। কিন্তু কিছুক্ষন পরেই প্রার্থীরা হতাশ হয়ে ক্ষোভ উগরে দেন প্রশাসনিক কর্তাদের উপর। জেলা পরিষদ আসনে ইসলামপুরে মহকুমা শাসকের দপ্তরে মনোনয়ন পত্র দাখিল করতে আসেন গোয়ালপোখরের নির্দল প্রার্থী শ্রীমতী শম্পা মালাকার, ইসলামপুর পঞ্চায়েত সমিতির আসনে বিডিও অফিসে মনোনয়ন পত্র দাখিল করতে আসেন পন্ডিতপোতা-২ এলাকার বিজেপি প্রার্থী আলাউদ্দিন সহ অনেকেই এদিন মনোনয়ন পত্র দাখিল করতে না পেরে ক্ষুব্ধ হয়ে ফিরে যান। যদিও এবিষয়ে ইসলামপুর মহকুমা সহ জেলা প্রশাসনের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
ছবিঃ দীপঙ্কর দে (টি.এন.আই)