মেখলীগঞ্জে টিএমসি থেকে মোট আসনের ৩ গুন মনোনয়ন পেশ, গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে
স্বপন রায় বীর (টী.এন.আই মেখলীগঞ্জ) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই মেখলীগঞ্জ ১০ই এপ্রিল, ২০১৮: মেখলীগঞ্জ পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিক্ষুব্ধ গোষ্টি প্রকাশ্যে এলো মনোনয়ন জমার পরেই। নির্ধারিত আসনের থেকে তিনগুণ প্রার্থী তৃণমূল কংগ্রেসের। এই দেখে চোখ চড়কগাছ হওয়ার সম্ভাবনা দেখা দিল তৃণমূল উচ্চ নেতৃত্বের৷ সূত্রে খবর, মেখলীগঞ্জের পঞ্চায়েত সমিতির ২১ সিটে তৃনমূল কংগ্রেসেরই ৭৬ প্রার্থী দাঁড়িয়েছে। পঞ্চায়েত ভোটের মনোনয়ন জমার শেষ দিনেও মেখলীগঞ্জ সমষ্টি উন্নয়ন আধিকারিক দপ্তর ও মহকুমাশাসকের দপ্তরেও শান্তিপূর্ণভাবে মনোনয়ন জমা দিলেন শাসক ও বিরোধী দলের প্রার্থীরা। মনোনয়ন জমা পর্ব শেষ হওয়ার পর প্রার্থী নিয়ে মেখলীগঞ্জ ব্লকের চিত্র বিশ্লেষণ করতে বসে চক্ষু চড়ক গাছ সবার। পঞ্চায়েত সমিতির ২১ আসনে তৃনমূল কংগ্রেসের একাই ৭৬টি প্রার্থী মনোনয়ন জমা দিয়েছে। তবে পিছিয়ে নেই বিজেপিও তারা ৩৩টি আসনে প্রার্থী দিয়েছে, সিপিআই(এম) ৮টি, ফরওয়ার্ড ব্লক ১৫টি, কংগ্রেস ৬টি, এসইউসিআই ১০টি, নির্দল ১৯টিতে মনোনয়ন জমা দেয়। অন্যদিকে, মেখলীগঞ্জ ব্লকের আটটি অঞ্চলের মোট পঞ্চায়েত ১১২টি সিটে তৃনমূল কংগ্রেসের ১৬৭টি, বিজেপি ১২৫টি, সিপিআই(এম) ১৯টি, কংগ্রেস ১৭টি, ফরওয়ার্ড ব্লক ৫৫টি, এসইউসিআই ২৮টি ও নির্দল ৪০টি। মোট ৪৫১টি মনোনয়ন জমা পড়েছে। তবে, মেখলীগঞ্জ ব্লকের দুই জেলা পরিষদের আসনে তৃনমূল কংগ্রেস, বিজেপি, ফরওয়ার্ড ব্লক ও এসইউসিআই দুইটি করে ও কংগ্রেস একটি আসনে প্রার্থী দেয়। প্রসঙ্গত, মেখলীগঞ্জ ব্লকে পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েতের আসন সংখ্যার থেকে শাসক দলের অধিক প্রার্থী নিয়ে গোষ্টী দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে। পঞ্চায়েত সমিতির একটি আসনে সাত থেকে আট জন তৃনমূল প্রার্থীও দেখা গেছে। যাকে ঘিরে বিরোধীরা আশার আলো দেখছেন গোষ্টি দ্বন্দ্বের সুফল নিতে।
ছবিঃ সংবাদ চিত্র