ফালাকাটায় এলীক্সির এর রক্তদান শিবির অনুষ্ঠিত হল
অরুনাংশু মৈত্র (টী.এন.আই ফালাকাটা) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই, তুফানগঞ্জ, ৬ই মে, ২০১৮: সবুজায়নের লক্ষে ও জেলায় রক্তের ঘাটতি মেটাতে এবং রক্ত দানে উৎসাহ প্রদান বৃদ্ধিতে অভিনব উদ্যোগ গ্রহন করল ফালাকাটা এলীক্সার এডুকেশনাল এন্ড সোশাল ওয়েলফেয়ার সোসাইটি। এদের উদ্যোগে ফালাকাটার বাগান বাড়ির চাতরা সংঘে আয়োজিত রক্তদান শিবিরে প্রত্যেক রক্তদাতার হাতে একটি করে চারাগাছ উপহার দেওয়া হলো। আলিপুরদুয়ার ব্লাড ব্যাঙ্কের সহায়তায় এই রক্তদান শিবিরে ৪০ জন রক্ত দান করেন। এই অভিনব উদ্যোগকে সাগতো জানিয়েছে সকলে।
ছবিঃ অরুনাংশু মৈত্র (টী.এন.আই)
Facebook Comments