সম্পন্ন হল আলিপুরদুয়ার পুলিশ বনাম ফালাকাটা প্রেস ক্লাবের সৌহার্দ্য কাপ ক্রিকেট

অরুনাংশু মৈত্র (টি.এন.আই ফালাকাটা) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টি.এন.আই, ফালাকাটা, ১লা ডিসেম্বর, ২০১৮: পুলিশের সাথে সাংবাদিকদের মধ্যে মেলবন্ধন ও সুসম্পর্ক আর বেশি সুদীর্ঘ করতে আলিপুরদুয়ারের পুলিশ সুপারের উদ্যোগে পুলিশের ব্যবস্থাপনায় ও ফালাকাটা প্রেস ক্লাবের সহোজোগীতায় আলিপুরদুয়ার জেলা পুলিশ বনাম ফালাকাটা প্রেস ক্লাবের মধ্যে সৌহার্দ্য কাপ ২০১৮, এক প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্টিত হলো ফালাকাটা টাউন ক্লাব ময়দানে। এদিন ৩০ রানে ওই ম্যাচ জেতে আলিপুরদুয়ার জেলা পুলিশ। নির্ধারিত ১৬ ওভারের খেলায় প্রথমে ব্যাট করতে নেমে জেলা পুলিশ ৬ উইকেট হারিয়ে ৯৭ রান তোলে। এই রান তাড়া করতে গিয়ে সব উইকেট খুইয়ে ফালাকাটা প্রেস ক্লাব তোলে ৬৭ রান। এদিনের ম্যাচের বিশেষ অতিথি ফালাকাটা বিধানসভা কেন্দ্রের বিধায়ক অনিল অধিকারী জেলা পুলিশ দলের অধিনায়ক আলিপুরদুয়ারের পুলিশ সুপার সুনীল যাদবের হাতে পুরস্কার তুলে দেন। ম্যান অফ দ্যা ম্যাচ হন ফালাকাটা থানার আইসি সৌম্যজিৎ রায় তিনি তার সেই ট্রফি সহ খেলোয়াড়ের সাথে ভাগ করে নেন। এই ভাতৃত্ব পূর্ণ খেলাকে ঘিরে ফালাকাটা প্রেস ক্লাব সহ ক্রীড়া মহলে খুশির মহল তৈরি হয়েছে। এই খেলার মাধ্যমে পুলিশ প্রশাসন ও সাংবাদিকদের সম্পর্ক আর সুদৃঢ় হবে। সর্বোপরি একটা ঝকঝকে দিনের সাক্ষী থাকল ফালাকাটা বাসি। সাংবাদিকদের সাথে পুলিশকে মিলেমিশে চলার যে নির্দেশ রাজ্যের মুখ্যমন্ত্রী দিয়েছিলেন তা যে হাতে কলমে কাজ করতে শুরু করেছে, সেটা আজ পুলিশের প্রতিটি পদক্ষেপে ফুটে উঠেছে। অম্লমধুর সম্পর্কের মধ্যে থেকেও এই স্পিরিটটাই সাংবাদিকদের কাজের পথকে সুগম করবে বলে আশা রাখে সাংবাদিক গণ।

ছবি ও ভিডিও: অরুনাংশু মৈত্র (টি.এন.আই)

Facebook Comments
Spread the love

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!