স্বামী বিবেকানন্দের জন্মদিন ‘বিবেক চেতনা উৎসব’ হিসেবে পালিত হল মেখলীগঞ্জে

স্বপন রায় বীর (টি.এন.আই মেখলীগঞ্জ) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টি.এন.আই, মেখলীগঞ্জ, ১২ই জানুয়ারি, ২০১৯: বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের জন্ম জয়ন্তী দিবস পালিত হলো মেখলীগঞ্জে৷ মেখলীগঞ্জের জামালদহ, চাঙ্গারাবান্ধা এবং মেখলীগঞ্জ শহরে আজ বিবেকানন্দের দর্শন ও চেতনা নিয়ে পালিত হলো মহান এই মনীষীর জন্ম দিন৷ স্কুল, কলেজের সকল পড়ুয়া এবং স্থানীয় ব্যক্তিরা বিবেকানন্দের জন্ম গ্রহণের এই মহান দিনে সামিল হন৷ মেখলীগঞ্জের চাঙ্গারাবান্ধা, জামালদহে বিবেক চেতনা নিয়ে সকলে মিলে চেতনা উন্মেষ মিছিল বের করা হয়৷ স্বামীজির ছবিতে মাল্যদান করে বিশেষ চেতনা সন্মিলিত ছাত্র – ছাত্রীদের নিয়ে পথপরিক্রমা হয়৷ আজকের এই মহান ব্যক্তির মহান দিনে মেখলীগঞ্জ কমিউনিটি হলে অনুষ্ঠিত হয় “বিবেক চেতনা উৎসব”৷ এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেখলীগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রীমতী নিয়তি সরকার৷ এদিন মেখলীগঞ্জ রামকৃষ্ণমঠ শিশু বিদ্যাপিঠ এর পক্ষ থেকে মেখলীগঞ্জ কমিউনিটি মঞ্চে ছাত্র-ছাত্রী নিয়ে বিশেষ পর্বের বিবেক চেতনা উৎসব উজ্জাপিত হয়৷ অন্যদিকে, জামালদহে স্বরুপ সেবা ফাউণ্ডেশনের পক্ষ থেকে এদিন ছাত্র – ছাত্রীদের মধ্যে বসে আঁকা প্রতিযোগতা, রক্তদান, চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়৷

ছবি: স্বপন রায় বীর (টি.এন.আই)

Facebook Comments
Spread the love

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!