পরিচিত স্টাইলে জয় দিয়ে শুরু হল অগ্রগামীর এবারের সুপার ডিভিশন অভিযান
প্রনব দাস (টি.এন.আই শিলিগুড়ি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টি.এন.আই, শিলিগুড়ি, ১১ই জানুয়ারি, ২০১৯: শিলিগুড়ি মহকুলা ক্রীড়া সংস্থার পরিচালনায় ২০১৮-১৯ সুপার ডিভিশন ক্রিকেট লীগের খেলায় আজ পরস্পর প্রতিদ্বন্দ্বিতা করেছিল শিলিগুড়ি অগ্রগামী সংঘ এবং শিলিগুড়ি দেশবন্ধুপাড়া স্পোর্টিং ক্লাব। প্রথমে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় শিলিগুড়ি অগ্রগামী সংঘ। সেই মোতাবেক শিলিগুড়ি দেশবন্ধুপাড়া স্পোর্টিং ক্লাব প্রথমে ব্যাট করে নির্ধারিত ৪০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ১৬৩ রান করে। শিলিগুড়ি দেশবন্ধুপাড়া স্পোর্টিং ক্লাবের হয়ে উল্লেখযোগ্য রান করে পৃথ্বীরাজ বর্মণ (৩২), নিতিন আগরওয়াল (৩৭) এবং চন্দন সিং (৪২)। শিলিগুড়ি অগ্রগামী সংঘের হয়ে ভাল বল করে ঋসভ আগরওয়াল (৩ উইকেট)। এরপর ১৬৪ রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে মাঠে নামে শিলিগুড়ি অগ্রগামী সংঘ। আজ ফের ক্লাবের নাম অখুন্ন রেখে মাত্র ৩৩.৩ ওভারেই মাত্র ৩ উইকেট হাড়িয়ে অগ্রগামী জয়ের জন্যে রান তুলে ফেলে। শিলিগুড়ি অগ্রগামী সংঘের হয়ে সর্বোচ্চ ৬৪ রান করে ক্লাবের স্টার ব্যাটসম্যান ইপু সাহা (৬৪)। এছারাও ভাল রান করে রুপম দাস (২৭) এবং শাহবাজ আনওয়ার (৩৪ নট আউট)। শিলিগুড়ি দেশবন্ধুপাড়া স্পোর্টিং ক্লাবের হয়ে ১ করে উইকেট পায় প্রতীক সাহা, সৌরভ কুমার সিংহ, এবং মনোজ মল্লিক। যথারীতি শিলিগুড়ি অগ্রগামী সংঘ আজকের খেলায় ৭ উইকেটে জয়লাভ করে। ম্যান অফ টি ম্যাচ নির্বাচিত হন অগ্রগামী সংঘের ইপু সাহা (ডোনেটেড বাই শিলিগুড়ি ক্রিকেট লাভার্স এন্ড প্লেয়ার ওয়েলফের অরগানিজশন)। আগামী কাল থেকে আবার শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম শুরু হচ্ছে প্রথম ডিভিশন ক্রিকেট লীগ।
ছবি: প্রনব দাস (টি.এন.আই)