প্রজাতন্ত্র দিবস উপলক্ষে শিলিগুড়ি সুপার ডিভিশন ক্রিকেট লীগে জাতীয় পতাকা উত্তোলন
প্রনব দাস (টী.এন.আই শিলিগুড়ি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই শিলিগুড়ি ২৬শে জানুয়ারি ২০১৮: সেলেব্রেশন হলো শিলিগুড়ি সুপার ডিভিশন ক্রিকেট লীগে। এইদিন শিলিগুড়ি ক্রিকেট লাভার্স এবং প্লেয়ারস অয়েলফেয়ার অর্গানাইজেশনের পক্ষ থেকে মাঠে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করে শিলিগুড়ির সিনিয়র প্লেয়াররা। উল্ল্যেখ্য, এই প্রথম শিলিগুড়ি সুপার ডিভিশন ক্রিকেট লীগে প্রজাতন্ত্র দিবস উপলক্ষে জাতীয় পতাকা উত্তলন করা হয়।
শিলিগুড়ির উত্তরায়ণ ক্রিকেট গ্রাউন্ডে। আজকের খেলা ছিল শিলিগুড়ি অগ্রগামী সংঘ ও ওয়াই.এম.এ ক্লাবের মধ্যে। অগ্রগামী সংঘ প্রথমে টসে জিতে ফিল্ডিং নেয়। তারা ৪৩ ওভারে ৮ উইকেটে ৯১ রান করে। বোলিংএ ওয়াই.এম.এ ক্লাবের প্রসূন দাস ২০ রান, লোকজিৎ দে ২৪, হাতেম আলী ২০ রান করে। জবাবে অগ্রগামী সংঘ কোনো উইকেট না হারিয়ে জয়ের জন্য ৯২ রান তুলে নেয়। ৯ ওভারে, অগ্রগামীর হয়ে ভালো রান করে রিসব আগরওয়াল। তার স্কোর ৪৩ নট আউট। তার সঙ্গে সঙ্গ দেয় ফায়াজ আহমেদ ৩১ নট আউট। শেষে প্রত্যাশা মতই ম্যান ওফ দি ম্যাচ ডিক্ল্যার হয় রিসব আগরওয়াল।
ছবিঃ প্রনব দাস (টী.এন.আই)