প্রশাসন – কৃষক বিরুদ্ধচারন আবহাওয়া থেকে ধিরে স্বাভাবিক হচ্ছে ইসলামপুর বাইপাস

দীপঙ্কর দে (টী.এন.আই ইসলামপুর) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টী.এন.আই ইসলামপুর ৩১শে জানুয়ারি ২০১৮: বুধবার বাইপাসে কৃষকদের আংশিক বাধা সত্ত্বেও কাজ করলো প্রশাসন। এদিন প্রশাসন ৬ টি আর্থ মুভার এবং বিশাল পুলিশবাহিনী সহ ইসলামপুর ব্লকের তেলিভিটা এলাকা পর্যন্ত পৌছায়। কিন্তু কিছুদূর কাজ করার পর আর্থ মুভার কৃষকদের বাড়ির সীমানায় পৌঁছতেই কৃষকরা কাজে বাধা দেয়। কৃষকদের অভিযোগ প্রশাসন আগাম কোনো ঘোষণা না করেই তাদের বাড়ি ঘর ভাঙতে গিয়েছিল। তাই তারা কাজে বাধা দিয়ে প্রশাসনের কাছে কিছু সময় চেয়েছেন। কৃষকরা নিজেরাই তাদের বাড়িঘর ভেঙে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে যেতে দেখে প্রশাসনের তরফে কোনও জোর জবরদস্তির প্রয়োজন হয়নি। এদিকে গত তিনদিনে বিনা বাধাতেই প্রশাসন ইসলামপুর বাইপাসের ডিমরুল্লা থেকে তেলিভিটা পর্যন্ত আনুমানিক আড়াই কিলোমিটার কাজ সম্পন্ন করেছে বলে প্রশাসন সুত্রে জানা গিয়েছে।

অন্যদিকে ইসলামপুরের প্রাক্তন প্রয়াত বিধায়ক সিপিএমের ফারুক আজমের ছেলে সামি খানের গ্রেপ্তারের পর স্থানীয় কোর্ট ময়দানে আয়োজিত সিপিএমের ২২ তম জেলা সম্মেলনের প্রকাশ্য সমাবেশে হাজির হয়ে সাংসদ মহঃ সেলিম, শ্রী মানব মুখার্জী, শ্রী অশোক ভট্টাচার্যরা রাজ্য সরকারের বিরুদ্ধে কৃষকদের জমির ন্যায্য মূল্যের দাবীতে সুর চড়ালেও সরে জমিনে কৃষকদের পাশে দাঁড়িয়ে প্রশাসনের কাজের বিরোধিতা করতে কোনও বিরোধী নেতাকে দেখা গেল না। পাশাপাশি দেখা মিলল না নিজেকে ইসলামপুরের পাহাড়াদার বলা আব্দুল করিম চৌধুরী বা চাকুলিয়ার বিধায়ক ফরওয়ার্ড ব্লকের আলি ইমরান রমজ ওরফে ভিক্টরকেও। সব মিলিয়ে সিপিএম নেতা সামি খান সহ ১০ জন কৃষককে জেলে পুড়ে বাইপাস গেম নিজেদের পকেটে পুরেছে প্রশাসন বলে মত ওয়াকিবহাল মহলের। ইসলামপুরের ডেপুটি ম্যাজিস্ট্রেট থেনডুপ শেরপা বলেন, তেলিভিটা এলাকায় বাইপাসের জমিতে থাকা কৃষকরা নিজেরাই তাদের ঘর বাড়ি প্রয়োজনীয় সামগ্রী সরিয়ে নেবার জন্য সময় চেয়েছেন। তারা কালকের মধ্যে সবকিছু সরিয়ে নেবেন। বাইপাসে এখন কোনও সমস্যা নেই। কাজ চলছে।

ছবিঃ দীপঙ্কর দে (টী.এন.আই)

Facebook Comments
Spread the love

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!