ভয়াবহ অগ্নিকান্ডে রক্ষা পেল ফালাকাটা হাটখোলার মাংসহাটি
অরুনাংশু মৈত্র (টি.এন.আই ফালাকাটা) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টি.এন.আই, ফালাকাটা, ১১ই জানুয়ারি, ২০১৯: ভর দুপুরে অগ্নিকাণ্ড ঘটল ফালাকাটায়। ঘটনাস্থলে ফালাকাটা দমকলের দুটি ইঞ্জিন। তবে খয়খতির কোন খবর নেই। ঘটনাটি ঘটেছে ফালাকাটার হাট খোলার মাংসহাটির পেছনে আবর্জনার স্তুপে। দুপুর তিনটে নাগাদ সেখানে আগুন লাগে। সেখানে হাটের যাবতীয় আবর্জনা ও মাছের থার্মোকলের বাক্সে ভর্তি ছিল। দিনের পর দিন সেখানেই ফেলা হয় এই সকল ব্রজ পদার্থ। এতদিন এগুলো অনত্র সরানোর কোন পরিকল্পনাই নেয়নি হাট কর্তিপক্ষ। ফালাকাটা হাটটি আলিপুরদুয়ার জেলাপরিষদের অন্তর্গত। আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে। আগুনে পুড়ে যায় সেই আবর্জনার স্তূপ। ঘটনাস্থলে পৌছায় ফালাকাটা দমকলের দুটি ইঞ্জিন। পরে আগুন আয়ত্তে আসে। আজ বড় ধরনের খয়খতির হাত থেকে বেচে যায় ফালাকাটার হাট।
ছবি ও ভিডিও: অরুনাংশু মৈত্র (টি.এন.আই)