আন্তর্জাতিক ক্যারাটে প্রশিক্ষণ শিবিরে ফালাকাটার ১০ ক্যারাটেকারা

অরুনাংশু মৈত্র (টী.এন.আই ফালাকাটা) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টী.এন.আই, ফালাকাটা, ৫ই মে, ২০১৮: চতুর্থ জেকেএস এসকেএআই ওপেন আন্তর্জাতিক ক্যারাটে প্রশিক্ষণ শিবির ২০১৮তে ফালাকাটার ১০ জন ক্যারাটেকা অংশ নিতে যাচ্ছে ইচ্ছাপূরে। ৫ই (অর্থাৎ আজ) ও ৬ই মে ইচ্ছাপূরে অনুষ্ঠিত হতে চলেছে আন্তর্জাতিক ক্যারাটে প্রশিক্ষণ শিবির। এই শিবিরে আসছে ভারতের বিভিন্ন রাজ্য থেকে নির্বাচিত ক্যারাটেকারা সহ বাংলাদেশ, নেপাল, ভুটান প্রভৃতি দেশের ক্যারাটেকারাও। এদের সকলের সঙ্গে একই মঞ্চে অংশগ্রহণ করবে ফালাকাটার ১০ জন ক্যারাটেকা। এদের মধ্যে আবার দুজন ব্লেক বেল্ট প্রাপক। এরা হলো সেণ্সেই যদু কীর্তনিয়া, তৌসিক শীল, আমিশা নাহা, প্রজ্ঞামিতা দে, পিয়াস সাহা, বিশ্বজিত কীর্তনিয়া, দিপান্না সূত্রধর, তুহিন সাহা, প্রদীপ আচার্য, আশিষ শীল। এরা সকলেই ফালাকাটা ক্যারাটে অ্যান্ড অ্যাথলেটিকস অ্যাকাডেমির ক্যারাটেকা। এই প্রশিক্ষণ শিবির শেষে সফল সকল ক্যারাটেকাকে আন্তর্জাতিক বেল্ট প্রদান করা হবে বলে আয়োজকেরা জানিয়েছেন।

ছবিঃ অরুনাংশু মৈত্র (টী.এন.আই)

Facebook Comments
Spread the love

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!