কুচবিহারে পঞ্চায়েত নির্বাচনের জন্যে গোষ্ঠীদন্দ ছেড়ে উন্নয়নে মন দিতে বললেন সুব্রত বক্সি

মনোজ সরকার (টী.এন.আই কুচবিহার) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টী.এন.আই কুচবিহার ২৭শে ফেব্রুয়ারি ২০১৮: আবারও কার্যত শিক্ষকতা করে গেলেন তৃনমূল কংগ্রেসের রাজ্য সভাপতি শ্রী সুব্রত বক্সী। রীতিমত ধমকের সুরে কর্মী সহ জেলা নেতৃত্বকে বুঝিয়ে দেওয়ার চেষ্ঠা করলেন, উন্নয়নই তৃনমূল কংগ্রেসের মূল মন্ত্র। জেলায় লাগাতার দল বিরোধী কর্মকান্ড সহ গোষ্ঠিদন্দ বন্ধ করে উন্নয়ন মূলক কাজে মনোনিবেশের নির্দেশ দেন তিনি।

আজ কুচবিহার ইনডোর স্টেদিয়ামে পঞ্চায়েতি রাজ সন্মেলনের প্রধান বক্তাই ছিলেন শ্রী সুব্রত বক্সি। হিংসার আশ্রয় নয়, কোন দন্দ নয় শুধু উন্নয়নের বার্তাই হবে পঞ্চায়েত নির্বাচনের প্রধান লক্ষ। এদিন কুচবিহার ইণ্ডোর স্টেডিয়ামে জেলার ৯টি বিধানসভা কেন্দ্রের পঞ্চায়েত কর্মীদের নিয়ে পঞ্চায়েতি রাজ সন্মেলন  করেন দলের সভাপতি শ্রী সুব্রত বক্সি। পাশাপাশি এদিন উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী শ্রী রবীন্দ্রনাথ ঘোষ, বনমন্ত্রী শ্রী বিনয় কৃষ্ণ বর্মন, সাংসদ শ্রী পার্থ প্রতিম রায়, জেলা সভাধিপতি শ্রীমতী পুষ্পিতা রায় ডাকুয়া সহ জেলা তৃনমুল কংগ্রের প্রথম সারির নেতৃত্ব।

ছবিঃ মনোজ সরকার (টী.এন.আই)

Facebook Comments
Spread the love

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!