মেখলীগঞ্জে ধরা পড়ল বিঘার পর বিঘা অবৈধ আফিম চাষ, আটক জনা কয়েক

স্বপন রায় বীর (টী.এন.আই মেখলীগঞ্জ) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টী.এন.আই মেখলীগঞ্জ ২৭শে ফেব্রুয়ারি ২০১৮: ফের কয়েক বিঘা অবৈধ আফিম চাষের জমিতে হানা দিলো মেখলিগঞ্জ পুলিশ, কুচবিহার জেলা জুড়ে অবৈধ আফিম চাষ রুখতে জেলা পুলিশ সুপার শ্রী ভোলানাথ পান্ডের কড়া নির্দেশ মোতাবেক গোপন সূত্রে খোঁজ পেয়ে এদিন মেখলীগঞ্জের নিজতরফ অঞ্চলের তিস্তা চর সংলগ্ন এলাকায় প্রায় চার – পাঁচ বিঘা আফিম চাষের জমিতে হানা দেয়, চারকারী চাষীকে গ্রেপ্তার করতে না পারলেও সন্দেহজনক কয়েক জন কে পুলিশ গ্রেপ্তার করে৷ জানা যায় – তিস্তা নদীর মেখলীগঞ্জ সংলগ্ন চড়ে অবৈধ ভাবে দীর্ঘ কয়েক বছর যাবত গোপনে প্রশাসনের চোঁখে ধুলো দিয়ে চাষ করেই চলছে কিছূ অসাধু বেক্তি, বিশেষ সূত্রে জানা যায় – স্থানীয় ও বহিরাগত কিছূ বেক্তি এমন অবৈধ চাষের সাথে যুক্ত৷ এদিনের অভিযানে পুলিশের কাছে এখনও অধরা ওই অসাধু বেক্তিরা, পুলিশ সূত্রে জানা যায় –  কড়া ব্যবস্তা নেয়া হযেছে, খুবই দ্রুত তল্লাশি চালিয়ে বাকি দের গ্রেপ্তার করা হবে৷ অন্যদিকে, স্থানীয় কিছূ বাসিন্দা, এদের মধ্য আনয়ার আলী, সুবল রায় জানান – এত দিন ধরে পুলিশের কাছে ধুলো দিয়ে কি করে আফিম চাষ হচ্ছে? তবে কান পাতলে শোনা যায়, গ্রামবাসীরা বিষয়টি জানলেও প্রশাসন কে বলতে সাহস পান নি ৷

ছবিঃ স্বপন রায় বীর (টী.এন.আই)

Facebook Comments
Spread the love

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!