মানুষকে আইনি পরামর্শ দেবার লক্ষ্যে বানারহাটে গঠিত হল লিগ্যাল লিটারেসী ক্লাব

অঙ্কিতা সেন (টী.এন.আই  বানারহাট) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টী.এন.আই বানারহাট ২৭শে ফেব্রুয়ারি ২০১৮: জলপাইগুড়ি জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ, নবাববাড়ী কোর্ট এর ব্যস্থাপনায় আজ বানারহাট উচ্চ বিদ্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে লিগ্যাল লিটারেসী ক্লাব তৈরি হলো। বিদ্যালয়ে মধ্যাহ্ন বিরতির অবকাশ সময়ে এই লিগ্যাল লিটেরসি ক্লাবের উদ্বোধন করেন জলপাইগুড়ি জেলা অতিরিক্ত সেশন জাজ মাননীয়া শ্রীমতী নীলাঞ্জনা দে মহাশয়া। নবম ও একাদশ শ্রেনীর মোট কুড়ি জন ছাত্র-ছাত্রী নিয়ে এই ক্লাব তৈরি করা হয়েছে। মাননীয়া বিচারক শ্রীমতী নীলাঞ্জনা দে বানারহাট উচ্চ বানারহাট উচ্চ বিদ্যালয়ে গিয়ে বলেন, জলপাইগুড়ি জেলার বিশেষ করে ডুয়ার্স এলাকায় বিভিন্ন সামাজিক সমস্যা নিরসন করবার অভিপ্রায়ে সাম্প্রতিক সুপ্রিম কোর্টের নির্দেশে আইনী পরিসেবা সহজে সাধারণ মানুষের কাছে পৌছে দেবার লক্ষ্যে এই ক্লাব তৈরি করা হয়েছে। আগামীতে উচ্চমাধ্যমিক পরীক্ষার পরে বানারহাট উচ্চ বিদ্যালয়ে জেলার অন্যান্য বিদ্যালয়ের ক্লাব গুলোকে নিয়ে এক দিনের বিশেষ প্রশিক্ষণ কর্মসূচী ‘ইউনেসেফে’র উদ্যোগে পালিত হবে। আজকের অনুষ্ঠানে বানারহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের হাতে মাননীয়া বিচারক ক্লাব গঠন সম্পর্কিত সরকারী অনুমোদনের কাগজ আনুষ্ঠানিক ভাবে তুলে দেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী সুকল্যান ভট্টাচার্য অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে বলেন – জলপাইগুড়ি জেলা আইনী পরিসেবা কর্তৃপক্ষ এই ডুয়ার্স এলাকার বানারহাট উচ্চ বিদ্যালয়কে এই “লিগ্যাল লিটারেসী ক্লাব”এর জন্য নির্বাচন করেছেন তা বিদ্যলয়ের পক্ষে অত্যন্ত গৌরবের। এই ক্লাবের কার্যকারীতার মধ্য দিয়ে ছাত্র-ছাত্রীরা আইনী বিষয়ে সচেতন হয়ে উঠবে যার মধ্য দিয়ে এই এলাকার সাধারণ মানুষ উপকৃত হবেন।

ছবিঃ অঙ্কিতা সেন (টী.এন.আই)

Facebook Comments
Spread the love

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!