বিহার থেকে উদ্ধার হয় ময়নাগুরির মেয়ে, উদ্ধার করে ময়নাগুরি পুলিশ
সোমনাথ চক্রবর্তী (টী.এন.আই ময়নাগুড়ি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই ময়নাগুরি ২৭শে ফেব্রুয়ারি ২০১৮: মঙ্গলবার ময়নাগুরি থানার পক্ষ থেকে ময়নাগুরি থেকে বিহারে চলে যাওয়া একটি মেয়্তকে উদ্ধার করা হয়। জানা যায় কাজের সন্ধানে মেয়েটি একসময় রাহুল নামে এক ছেলের হাত ধরে বিহারে চলে যায়। এরপর, একসময় আবার ময়নাগুরি ফিরে এলে বাড়িতে বাবার কাছে বকুনি খেয়ে আবার বিহারে চলে আসে। এরপর ময়নাগুরি থানায় মেয়েটার বাড়ির পক্ষ থেকে মিসিং ডাইরি করা হয়। কিছুদিন আগে জল্পেশ মেলায় চিত্রাহারে রাহুল কে নাচতে দেখে কেউ পুলিশকে খবর দিলে ময়নাগুরি থানার পুলিশ রাহুল কে আটক করে ময়নাগুরি থানায় নিয়ে আসে। রাহুলকে থানায় জিজ্ঞাসাবাদ করলে রাহুল জানায় মেয়েটি বিহারে আছে। এরপর ময়নাগুরি থানার পক্ষ থেকে মেয়েটিকে বিহার থেকে ময়নাগুরিতে আনা হয়। ময়নাগুরি প্রাক্তন পঞ্চায়েত সমিতির কর্মাদক্ষ মিতু চক্রবর্তী পুলিশের এই কাজের ভূয়ষী প্রশংসা করেন।
ছবিঃ সোমনাথ চক্রবর্তী (টী.এন.আই)