বিপিএমও থেকে ময়নাগুরির বি.ডি.ও র কাছে ১০ দফা দাবী পেশ
সোমনাথ চক্রবর্তী (টী.এন.আই ময়নাগুড়ি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই ময়নাগুরি ২৭শে ফেব্রুয়ারি ২০১৮: মঙ্গলবার ময়নাগুরি ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক দপ্তরে ১০দফা দাবির ভিত্তিতে ময়নাগুরি সমষ্টি উন্নয়ন আধিকারিককে বেঙ্গল প্লাটফর্ম অফ মাস অর্গানাইজেশন এর তরফ থেকে ডেপুটেশন দেওয়া হয়।
এই দাবি গুলির মধ্যে ১০০ দিনের কাজের দুর্নিতি, বিভিন্ন আবাস প্রকল্প নিয়ে গ্রাম পঞ্চায়েত গুলির অনিয়ম, কৃষি ক্ষেত্রে ভর্তুকি তুলে দেওয়া চলবে না, নিউ ময়নাগুরি যোগিগোপা অর্ধ সমাপ্ত রেল প্রকল্প পূর্বের নকশা অনুযায়ী করতে হবে সহ বিভিন্ন দাবি। ময়নাগুরি বিডিও শ্রীমতী শ্রেয়সী ঘোষ জানান -বিপিএমও থেকে বিভিন্ন দাবিতে আমার কাছে এসেছিলো। তাদের কথা শুনলাম। আমি উর্দ্ধতন কর্তৃপক্ষ কে জানাবেন। এদিন ১১৩টির মধ্যে ৬/৭টি গণ সংগঠন এই ডেপুটেশনে অংশগ্রহণ করে।
ছবিঃ সোমনাথ চক্রবর্তী (টী.এন.আই)