ফালাকাটায় বামফ্রন্ট দ্বারা অনুষ্ঠিত হল প্রাক্তন মন্ত্রী যোগেশ বর্মনের স্মরণ সভা
অরুনাংশু মৈত্র (টি.এন.আই ফালাকাটা) । টি.এন.আই সম্পাদনা বালুরঘাট
বাংলাডেস্ক, টি.এন.আই, ফালাকাটা, ২২শে ফেব্রুয়ারি, ২০১৯: ফালাকাটা কমিউনিটি হলে অনুষ্ঠিত হলো প্রাক্তন মন্ত্রী যোগেশ বর্মনের স্মরণ সভা। এই স্মরণসভায় উপস্তিত ছিলেন শিলিগুড়ির মেয়র অশোক ভট্টাচার্য্য, বামফ্রন্টের আলিপুরদুয়ার জেলা সম্পাদক মৃণাল রায়, জলপাইগুড়ি জেলা সম্পাদক সলিল আচার্য দার্জিলিং জেলা সম্পাদক জীবেস সরকার, রাজ্য কমিটির সদস্য মিনতি ঘোষ প্রমুখ স্মরণ সভায় বক্তব্যে সূর্যকান্ত মিশ্র বলেন, যোগেশ বর্মনের সাথে আমার পরিচয় মন্ত্রী সভায়। আমি ওনার থেকে অনেককিছু শিকেছি। সভা মঞ্চে তিনি আর বলেন, বামফ্রন্টের সময়ে দুটাকা কিল চাল ৪০ শতাংশ মানুষ পেয়েছে। কৃষকদের জন্য ভেবেছে বামফ্রন্ট। রাজ্য ও কেন্দ্র সরকারের নামে সমালোচনা করেন। নোট বন্দির নামে কালোটাকা সাদা করেছে। কালো টাকা বিদেশ থেকে এনে জনগণের ব্যাঙ্কের খাতায় টাকা দেবার নাম করে ভোটে জিতে এখন জনগণের টাকা লুটছে। এরা গণতন্ত্রের উপর আক্রমণ করছে। সত্তরের দশকেও এমন টা দেখিনি। দিদি ও মোদী দুজনে এক, শুধু নাটক চলছে। এখানে পুলিশের বড়কর্তা কে ধরে জিগ্যেসবাদ চলছে আর মুকুল রায় ধুয়া তুলসীপাতা। পঞ্চায়েত নির্বাচন আপনারা সকলেই দেখেছে কি ভাবে সন্ত্রাস হয়েছে। বেশিরভাগ আসনে বিনা প্রতিদ্বন্দীতায় জিতেছে। ত্রিপুরায় দেখুন বিজেপি একই সন্ত্রাস করে জিতেছে। স্মরণসভায় সকল বক্তাই স্মৃতিচারণ করে কেন্দ্র ও রাজ্যের সমালোচনা করে রাজনৈতিক বক্তব্য রাখেন।
ছবি: অরুনাংশু মৈত্র (টি.এন.আই)