দ্রুত রাস্তা মেরামত সম্পন্ন করবার দাবীতে পথ অবরোধ ধুপগুড়ীতে
সুপ্রিয় বসাক (টী.এন.আই ধুপগুড়ি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই ধুপগুড়ী ৬ই মার্চ ২০১৮: ফের ধূলোর জেরে মাজেহাল গ্রামবাসীরা ধূপগুড়ী – ফালাকাটা জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন।মঙ্গলবার বিকেলে ধূপগুড়ী ব্লকের নতুন শালবাড়ি এলাকায় নির্মীয়মান ওই সড়ক অবরোধ করে দ্রুত সমস্যা মেটানোর দাবী জানায় স্থানীয়রা। প্রায় ২০ মিনিট সড়ক অবরোধ থাকার পর পুলিশের হস্তক্ষেপে অবরোধ তুলে নেয় বিক্ষোভকারীরা। উল্লেখ্য, গত প্রায় চার মাস ধরে পূর্ত দপ্তর (সড়ক) বিভাগের আওতাধিন ধূপগুড়ী – ফালাকাটা জাতীয় সড়কে মেরামতের কাজ করছেন একটি ঠিকাদারি সংস্থা। তবে দীর্ঘদিন ধরে কাজ করলেও এখনও সড়ক বেহাল অবস্থায় ধুকছে বলে অভিযোগ। একাধিকবার রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেও কর্তৃপক্ষ ঠিকাদারি সংস্থার কাজের গতি নিয়ে চুপই রয়েছে বলে অভিযোগ। এদিন বিক্ষোভকারী শ্রী শুভাশিস সরকার বলেন, “প্রায় চার – পাচ মাস ধরে জাতীয় সড়ক মেরামতের কাজ করছেন টেন্ডারপ্রাপ্ত ঠিকাদারি সংস্থা। আজও ১২ কিলোমিটার সড়কের অর্ধেক অংশের কাজও করতে পারেনি। তার জেরেই নিয়মিত ধূলোয় অস্বস্তির মুখে পড়তে হচ্ছে গ্রামবাসীদের। এমনকি সড়কের পাশে বাড়ি গুলিতেও কুয়োর জলে ধুলো মিশে নোংরায় ভরে গিয়েছে। এমনকি এই রাস্তা ধরে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী শ্রী রবীন্দ্রনাথ ঘোষ কুচবিহার থেকে শিলিগুড়ি যাতায়াত করবার সময় রাস্তার বেহাল পরিস্থিতি নিয়ে মন্ত্রী নিজেও পূর্ত দপ্তর (সড়ক)-র এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের সঙ্গে আলোচনা করেছেন। পাশাপাশি ধূপগুড়ী পুরসভার ভাইস চেয়ারম্যান শ্রী রাজেশ সিংকে পূর্ত দপ্তর (সড়ক) এর আধিকারিকদের সঙ্গেও আলোচনা করে দ্রুত সমস্যা মেটাতে বলেন মন্ত্রী। এদিন শ্রী রাজেশ সিং বলেন, “পি.ডাব্লু.ডি কর্তৃপক্ষের সঙ্গে একপ্রস্থ আলোচনা হয়েছে। তারা তদারকি করে দ্রুত কাজ সম্পন্ন করার চেষ্টা করছেন বলে জানিয়েছেন। ”তবে ঘনঘন জাতীয় সড়ক অবরোধ নিয়ে বিরক্ত প্রকাশ করেছেন ট্রাফিক গার্ড এবং পুলিশের কর্তারা। ধূপগুড়ী থানার আইসি শ্রী সঞ্জয় দত্ত বলেন, “আগেও দ্রুত কাজ সম্পন্ন করার জন্যে পূর্ত দফতর(সড়ক) ও টেন্ডার পাওয়া ঠিকাদারি সংস্থার সঙ্গে আলোচনা হয়েছে। কিন্তু সড়ক মেরামতের কাজ এখনও অধরাই রয়ে গিয়েছে।” এদিকে জলপাইগুড়ি জেলা পূর্ত দফতর সূত্রে জানা গেছে, মার্চ মাসের মধ্যেই সড়ক মেরামতের কাজ সম্পন্ন করা হবে।
ছবিঃ প্রতিকি