ত্রিপুরাতে লেনিন মূর্তি ভাঙাতে ময়নাগুরিতেও বামেদের প্রতিবাদ মিছিল

সোমনাথ চক্রবর্তী (টী.এন.আই ময়নাগুড়ি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টী.এন.আই ময়নাগুরি ৭ই মার্চ ২০১৮: বুধবার ময়নাগুরি বাজারে সি.পি.আই.এম এর পক্ষ থেকে ত্রিপুরায় বামপন্থী কর্মীদের ওপর জঘন্য আক্রমন ও লেলিন মূর্তি ভাঙ্গার বিরুদ্ধে প্রতিবাদ মিছিল বের করে। এই মিছিল ময়নাগুরি নতুন ও পুরাতন বাজারে পরিক্রমা করে আবশেষে ময়নাগুরি ট্রাফিকের সামনে স্ট্রিট কর্নার করা হয়। এদিনের মিছিলে নেতৃত্ত্ব দেন শ্রী জ্যোতি প্রকাশ ঘোষ, শ্রীমতি দিপ্তী দত্ত, শ্রী নির্মল চৌধুরি প্রমুখ। এদিনের মিছিল প্রসঙ্গে সি.পি.আই.এম এর জেলা কমিটির সদস্য শ্রী জ্যোতি প্রকাশ ঘোষ বলেন কিছুদিন আগে ত্রিপুরাতে বিধানসভা নির্বাচন হয়। তার ফল মার্চের ৩ তারিখ ঘোষিত হয়। এই ফল ঘোষনা হবার পর থেকেই বামপন্থি কর্মিদের উপর বিভিন্ন ভাবে আঘাত আসছে,পার্টি অফিস গুলি দখল হয়ে যাচ্ছে, প্রচুর লোকজন এর মধ্যেই ঘর ছাড়া, ভাঙ্গা হয়েছে লেলিনের মূর্তি। এসব কারনেই গোটা রাজ্যের পাশা পাশি এই দিন ময়নাগুরিতে ও ধিক্কার মিছিল বের হয়।

ছবিঃ সোমনাথ চক্রবর্তী (টী.এন.আই)

Facebook Comments
Spread the love

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!