দখলমুক্ত ইসলামপুর বাইপাস এবার শহরের জাতীয় সড়কেই হচ্ছে অবৈধ নির্মাণ

দীপঙ্কর দে (টী.এন.আই ইসলামপুর) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টী.এন.আই কুচবিহার ২৪শে মার্চ ২০১৮: ইসলামপুর বাইপাস প্রকল্পের জমি দখলমুক্ত হতেই শহর মধ্যস্থ ৩১ নম্বর জাতীয় সড়কের পাশে অবৈধ নির্মাণ শুরু হয়েছে। এনিয়ে বিভিন্ন মহল ক্ষুব্ধ। অভিযোগ, ইসলামপুর শহরের মাঝখান দিয়ে চলে গিয়েছে ৩১ নম্বর জাতীয় সড়ক। প্রথমে এই পথই সম্প্রসারণ করার কথা থাকলেও পরে বাইপাস প্রকল্পের জমি দখলমুক্ত হতেই শহর মধ্যস্থ জাতীয় সড়কের দুধারের সরকারী জমিতে অবৈধ নির্মাণ চলছে অবাধে। পথি পার্শস্থ ব্যবসায়ী সমিতির সদস্যের পাশাপাশি পদাধিকারীরাও সরকারী জমিতে অবৈধ দখল চলছে বলে অভিযোগ। প্রশাসন সবকিছু দেখেও নীরব দর্শকের ভূমিকা পালন করছে। প্রশাসনের উচিত অবৈধ নির্মাণ বন্ধ করতে কঠোর পদক্ষেপ নেওয়া। এনিয়ে পুরপ্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। ইসলামপুর পথিপার্শস্ত ব্যাবসায়ী সমিতির সহ সভাপতি শুসেন পোদ্দার নিজের পুরানো দোকান পাকা করে দোতলা নির্মাণ শুরু করেছেন। তিনি বলেন, পুর চেয়ারম্যানকে জানিয়েছি। তিনি নিজেও এই নির্মাণ দেখেছেন। এখন বাইপাসের নির্মাণ কাজ চলছে। ফলে এই জায়গা খালি করার প্রয়োজন হবে না। এই জায়গায় ৪০ বছর থেকে দোকান করছি। ইসলামপুর পথি পার্শস্থ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সুভাষ চক্রবর্তী বলেন, জাতীয় সড়কের দুধারে ড্রেন রয়েছে, ওই ড্রেন বন্ধ করে বা ড্রেনের জায়গা দখল করে কোনও রকমের অবৈধ নির্মাণ বরদাস্ত করা হবে না। ভেঙে দেওয়া হবে। সে সংগঠনের সদস্য হোক বা পদাধিকারী হোক। ইসলামপুর পুরসভার চেয়ারম্যান কানাইয়ালাল আগরওয়াল বলেন, নির্মাণ বন্ধ করতে বলেছি। জাতীয় সড়কের পাশের দোকানগুলিকে পিছিয়ে সড়ক সম্প্রসারণ করার আমাদের পরিকল্পনা রয়েছে।

ছবিঃ দীপঙ্কর দে (টি.এন.আই)

Facebook Comments
Spread the love

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!