আজ থেকে শুরু হল বানারহাট তরুণ সংঘ পরিচালিত অনুর্ধ ২০ ক্রিকেট টুর্নামেন্ট

অঙ্কিতা সেন (টি.এন.আই বানারহাট) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টি.এন.আই, বানারহাট, ২১শে ফেব্রুয়ারি, ২০২১: রবিবার বানারহাটে তরুণ সংঘ পরিচালিত অনুর্ধ ২০ ক্রিকেট টুর্নামেন্ট শুরু হল। সাদা ডিউজ বলে ২৫ ওভারের এই টুর্নামেন্টে উত্তরবঙ্গের বিভিন্ন জেলার মোট ১০ টি দল অংশগ্রহণ করছে। এদিন উদ্বোধনী ম্যাচে আলিপুরদুয়ারের রেইনবো ক্রিকেট অ্যাকাডেমির’কে ১ উইকেটে পরাজিত করে শিলিগুড়ির চম্পাসারী ক্রিকেট অ্যাকাডেমি। টসে জিতে রেইনবো ক্রিকেট অ্যাকাডেমি প্রথমে ব্যাট করে নির্ধারিত ওভারে মনোজিত দেবনাথ ৪৯ (অপরাজিত), অনুরাগ সিং ৩৪, দীপ্তাংশু বর্মন ২৩ এর কাধে ভর করে ৯ উইকেট হারিয়ে ১৪৬ রান করে। চম্পাসারীর বিশাল দাস ২২ রান দিয়ে ৪ টি উইকেট পায়। জবাবে ব্যাট করতে নেমে চম্পাসারী ক্রিকেট অ্যাকাডেমি ২০ ওভার ১ বলে ১৪৯ রান তুলে নেয়। চম্পাসারীর হয়ে শচীন গুপ্তা ৪৬, সুমিত সিং ৩৪ রান করে। আলিপুরদুয়ারের জীবন বিশ্বাস ও হিমাংশু সিং ২ টি করে উইকেট পায়। ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হল চম্পাসারী ক্রিকেট অ্যাকাডেমির বিশাল দাস। আয়োজকদের পক্ষ থেকে রঞ্জু মিত্র জানান প্রতিভা দত্ত চাম্পিয়ান এবং সৈকত ভট্টাচার্য রানার্সআপ ট্রফি ক্রিকেট টুর্নামেন্ট রবিবার শুরু হল। কোভিডের জেরে বাচ্চারা দীর্ঘদিন খেলাধুলা থেকে দূরে ছিল। আনলক পর্ব শুরু হতেই তারা আবারো মাঠে ফিরছে। খেলাধুলা সহ জীবনযাপন কিছুটা স্বাভাবিক হতেই কিছুটা দেরিতে টুর্নামেন্টটি শুরু হল। ম্যাচ শুরুর আগে আলিপুরদুয়ার এর কোচ রনধীর সরকার এবং চম্পাসারীর কোচ প্রণব দাস’কে সংবর্ধনা দেওয়া হয়। সোমবার শিলিগুড়ি চ্যালেঞ্জার্স এবং বি. বি. মেমোরিয়াল সানরাইজ ক্রিকেট অ্যাকাডেমি আলিপুরদুয়ার এর ম্যাচ। ৫ই মার্চ ফাইনাল অনুষ্ঠিত হবে।

Facebook Comments
Spread the love

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!