ফালাকাটায় রাজবংশী আবাস প্রকল্পের চেক বিলি হল বিডিও অফিসে
অরুনাংশু মৈত্র (টি.এন.আই ফালাকাটা) । টি.এন.আই সম্পাদনা বালুরঘাট
বাংলাডেস্ক, টি.এন.আই, ফালাকাটা, ২২শে ফেব্রুয়ারি, ২০১৯: ফালাকাটার বিডিও অফিসের কনফারেন্স হলে পশ্চিমবঙ্গ রাজবংশী উন্নয়ন ও সংস্কৃতি বোর্ড এর রাজবংশী আবাস প্রকল্পে ১২টি পরিবারের হাতে ১ লক্ষ ২০ হাজার টাকার চেক ও ফালাকাটা ব্লক ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের উদ্যোগে ৩৯ জনকে কৃষি পাট্টা দেওয়া হলো। এই অনুষ্ঠানে উপস্তিত ছিলেন ফালাকাটা বিধানসভা কেন্দ্রের বিধায়ক অনিল অধিকারী, বিডিও সুপ্রতীক মজুমদার, ফালাকাটা পঞ্চায়েত সমিতির সভাপতি সুরেশ লালা, ব্লক ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিক অবিনাশ লামা প্রমুখ আধিকারিকগণ। চেক ও জমির পাট্টা পেয়ে খুশি। এদের মধ্যে একজন বলেন, এখন আমরা এই টাকা দিয়ে ঘর বানাবো।
ছবি: অরুনাংশু মৈত্র (টি.এন.আই)
Facebook Comments